হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।
গুগল লাইব্রেরীর বেশ কিছু বই আমি আমার অ্যাকাউন্ট লাইব্রেরীতে রেখেছি। এখন একটি সংকলিত বই লেখার কাজে হাত দিয়েছি। মূলত: প্রফেশনাল কাজের সুবিধার্থে।
সমস্যা হচ্ছে বইগুলো অনলাইনে পড়া যায় কিন্তু ডাউনলোড বা কপি-পেস্ট করে রাখার অপশন আমার জানা নেই। শুনেছি, অনেকেই এটা জানেন। তাই যদি কেউ জেনে থাকেন, একটু হেল্পান। বিনিময়ে আপনাকে আমার সংকলিত বইয়ের একটি কপি উপহার দিব।
( জেনারেটর, ট্রান্সফর্মার, মোটর, সুইচগিয়ার, পাওয়ার সিস্টেম সম্পর্কিত বই হবে এটি.. পুরো বই শেষ করতে মাস ৬ সময় লাগবে।
না বুঝলেও সমস্যা নাইক্যা। উপহার নিতে তো কোন সমস্যা নাই! )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।