আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা সাইফুদ্দিন

গভীর কিছু শেখার আছে ....

(অভিনেতা সাইফুদ্দিনের মৃত্যু সংবাদ দিয়ে ইতিপূর্বে ব্লগে একটি পোস্ট দেয়া হলেও ইনফরমেশনের পূর্ণতা না থাকায় এই পোস্টটি দেয়া হলো) চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা সাইফুদ্দিন। আজ বিকেল তিনটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সাইফুদ্দিনের একমাত্র ছেলে কর্ণেল সাঈদ জানান, "বেশ কিছুদিন যাবত বাবার শরীরটা একটু বেশি দুর্বল ছিল। কোন কিছুই খেতে পারছিলেন না।

এদিকে বাবার শরীরে অপারেশন করাও জরুরী হয়ে পড়েছিল। কিন্তু কোনভাবেই বাবার অপারেশন করা যায়নি। বাবার এই আকস্মিক চলে যাওয়া আমাদের পরিবারের কেউই মেনে নিতে পারছিনা। " তিনি আরো জানান, গত ১৯ জুন সাইফুদ্দিন বিছানা থেকে পড়ে হিপজয়েন্টে মারাত্মক আঘাত পান, যার ফলে তার হাড় ভেঙ্গে যায়। এমতাবস্থায় ঐদিনই তাকে দ্রুত সিএমএইচ-এ ভর্তি করা হয়।

খাওয়া দাওয়া এর আগে স্বাভাবিকভাবে করতে পারলেও জীবনের শেষ দিকে এসে তা আর করে উঠতে পারছিলেন না। তাকে পাইপের মাধ্যমে খাবার খাওয়ানো হতো। বাবার অসুস্থতার খবর পেয়ে বড় মেয়ে শিখা সম্প্রতি স্পেন থেকে ঢাকায় এসে বাবাকে দেখে যান। সাইফুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম সহ তার একমাত্র ছেলে ও বাকি দুই মেয়ে মৃত্যুকালে তার পাশেই ছিলেন। আজ এশার নামাজের পর সাইফুদ্দিনের আবাসস্থল কমলাপুরের মায়াকানন জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অত:পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সাইফুদ্দিনের জন্ম আসামের ধুবরীতে ১৯২৭ সালে। ঢাকার প্রথম সবাক বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ তিনি অভিনয় করেন। এ ছবির নির্মাতা আব্দুল জব্বার খাঁ সম্পর্কে তার বড় বোন জামাই। তার অভিনীত অন্যান্য ছবিগুলো হচ্ছে জোয়ার এলো, নাচঘর, উজালা, বাঁশরী, সমাপ্তি, আকাবাকা, ময়নামতি, নীল আকাশের নীচে, বেদের মেয়ে জোছনা।

সর্বশেষ তিনি চাষী নজরুল ইসলামের হাছন রাজা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু সংলাপ মনে না রাখতে পারার কারণে তিনি নিজেই হাছন রাজা ছবিতে কাজ করা থেকে নিজেকে বিরত রাখেন। এরপর আর নতুন কোন নাটক বা চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়নি। মৃত্যুর আগে মাস ছয়েক আগে তিনি তার স্ত্রী সহ তাঁর কর্মস্থল এফডিসি ঘুরে যান। সে সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

অভিনেতা সাইফুদ্দিনের মৃত্যুর খবর পেয়ে চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।