'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
ব্লগের স্বার্থে, ব্লগারদের স্বার্থে এবং মডুদের স্বার্থে কিছু ইমো সাপ্লাই দিলাম।
ল্যাঞ্জা
এই ইমো আমাদের ছাগু ব্লগাররা ব্যাবহার করতে পারেন। ইমোটি দিয়ে দিলে আমরা সহজেই বুঝে নিবো যে ইমোদেনেওয়ালার ল্যাঞ্জা আছে। তাকে আর ঘুরাইয়্যা পেচাইয়্যা তিরিং বিরিং না করলেও চলবে।
তালগাছ
ব্লগের তালগাছবাদিরা এই ইমো ব্যাবহার করতে পারেন।
এর মানে হতে পারে, "আমি বগলে তালগাছ নিয়া আসছি, যতই টানাটানি করো তালগাছ নিতে পারবা না। তালগাছ আমার। শুধুই আমার। একদিকে পৃথীবি অন্যদিকে তালগাছ। "
কাঁদা
কাঁদা ছোড়াছোড়ি করে যে সব ব্লগার আরাম পান তাদের জন্য এইটা।
এটি ব্যাবহার করলে সহজেই বোঝা যাবে ইমো দেনেওয়ালার কি উদ্দেশ্য।
ছুরি
আমাদের ছাত্রলীগের ব্লগাররা এই ইমো ব্যাবহার করতে পারেন। এটির অর্থ হতে পারে, কোপাইয়্যা ফুলকপি বানাইইয়া ফেলবো কিংবা ছুরি দিয়ে কোপাইয়্যা ছাদ থেকে ফেলে দিবো।
আমাদের জিহাদি ভাইয়েরাও ব্যাবহার করতে পারেন ইমোটি।
তেল
পিছলা ব্লগারদের জন্য এইটা।
কোন পোস্টে চিপায় পড়ে পিছলাইতে গেলে এইটা দিয়ে আসুন। এর অর্থ হতে পারে, "যতই গাইগুই করো আমি এখন পিছলাবো। "
আয়না চিরুনি
এই ইমোটি লুল ব্লগারদের জন্য। মেয়েদের ব্লগে গিয়ে তারা এই ইমোটি ব্যাবহার করতে পারেন। যার অর্থ হতে পারে, "আমি ইসমার্ট ছেলে, আসার আগে আয়না দেখে এসেছি।
চিরুনি দিয়ে চুল আচড়িয়ে এসেছি"
লুল প্রুফ জ্যাকেট
মেয়ে ব্লগারদের জন্য এইটা। লুলদের কমেন্টের জবাবে তারা এইটা ব্যাবহার করতে পারেন। এতে বোঝা যাবে, "যতই লুল ফালাও চান্দু, কোন কাজ হবে না। আমি লুল প্রুফ জ্যাকেট পরে আছি। "
পানি
সুশিল ব্লগারদের ব্লগে কমেন্ট করতে এটা ব্যাবহার করা যেতে পারে।
যার অর্থ, "আমি ওযু করে এসেছি। "
ত্যানা
যারা বিভিন্ন পোস্টে ত্যানা প্যাচাইতে ওস্তাদ তাদের জন্য এইটা। এইটার মানে হতে পারে, "চান্দু! যাইবা কৈ? আমি আসছি ত্যানা প্যাচাইতে। মুহুহাহাহা। "
আলপিন
এই ইমোটি খুচক(যারা খুচায়) ব্লগারদের জন্য।
কমেন্টে এটা দিলেই বোঝা যাবে যে তিনি খুচাখুচি করতে আসছেন। এতে করে ব্লগাররা খুচকের হাত থেকে বাচতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।