কোন কোন সময় আমি একা হয়ে যাই
মেয়েদের ব্লগে দেখা যায় না কেন?
ইন্টারনেটে মেয়েরা কি করে না করে এ নিয়া আমার মাথার মধ্যে কিছু বিষয় ঘুর পাক খাচ্ছে। হাতে গুনা কয়েক জন ছাড়া ব্লগে মেয়েদের দেখাই যায় না। অথচ ব্লগে কত অজানা বিষয় জানা যায়,কত অজানা কিছু শিক্ষা যায়। কিন্তু তাদের এসোব জানা অজানা কিছু জানার সময় নাই। তাদের সময় হয় ফেসবুক আর ভয়েস চ্যাট রুম গুলোতে,যেখানে ছেলেরা বানিয়ে বানিয়ে তাদের রুপের প্রশংসা করে।
তোমার চুল গুলো অনেক সুন্দর, তোমার ঠোট গোলাপের পাপড়ির মতো, তোমার হাসিটা মোনালিসার মতো, তোমার ভয়েস কুকিলের মতো আর গান করলেতো পুরা রুনা লায়লা।
আমার একটা মেয়ে বন্ধুকে অনেক বলে টলে সামুতে একটা নিক ওপেন করাইছি সাথে একটা কবিতাও পোস্ট করাইছি, তার পর অনেক বলার পরও আর কোন লেখা পোস্ট করে নাই। কিছু দিন পর সে সেইফ হইলো, এবং তাকে বললাম কবিতা বা কোন গল্প পোস্ট করার জন্য। কিন্তু তার নাকি কোন সময় নাই। সময় হয় ফেসবুক আর ভয়েস চ্যাট রুম গুলোতে ঘন্টার পর ঘন্টা পরে থাকার।
বাংলা লিখতে নাকি অনেক কষ্ট লাগে, তো আমি ভাবলাম হিন্দিতে হলে মনে হয় ভাল হতো। কারন তারা হিন্দি মুভি আর হিন্দি টিভি সিরিয়াল গুলো দেখে দেখে পুরা হিন্দির বাচ্চা হয়ে গেছে।
ভয়েস চ্যাট রুম নিয়ে কিছু কথা
আমার কাছে ভয়েস চ্যাট রুম গুলারে বাচ্চাদের খেলার ঘর মনে হয়। আর মেয়েরা সেই বাচ্চাদের খেলার ঘরে পরে থাকে। ছেলেরা লুল ফেলে আর মেয়েরা সেই লুল দেখে অনেক খুশি হয়।
মেয়েদের ঢং দেখলে গা জালা উঠে। কথা বলতে গেলে যে কত ভাব দেখায়,ভাবের জালায় বাচিনা। সারাক্ষন চলে আজাইরা প্যাচাল গালা গালি, ঝগড়া ঝাটি , ফালটু টপিক নিয়া কথা বার্তা আর এডমিন মডারেটর দের নিয়া চলে মিটিং, আমার কাছে মনে হয় সংসদ অধিবেশন। নতুন মেয়ে রুমে আসলে কয়েক দিন পরে এডমিন মুড হয়ে যায়। আর একটা ছেলে মাসের পর মাস রুমে পরে থাকলেও মুড হইতে পারে না।
মুড এডমিন হইতে নাকি অনেক কথা বলতে হয় অনেক আজাইরা প্যাচাল পারতে হয়। তো আমি কয়েক দিন চেস্টা করলাম আজাইরা প্যাচাল পারার, আমার কাছে মনে হলো বেহুদাই খেও খেও করতেছি।
আমাকে একবার অন্য রুম থেকে মেয়ে আনতে বলা হলো,আর আসলেই ঐ মেয়ে কে পাওয়ার দেয়া হবে। কয়েক দিন গুরা ফেরা করে একটা রুম থেকে একটা মেয়ে চুরি করে আনলাম,সে ভয়েস চ্যাট রুমে একেবারেই নতুন। তখন ছিলাম আমি মডারেটর, পরের দিন দেখি মেয়েটা এডমিন
আমি এখনু একটা রুমের এডমিন,তবে আমি এখন আর কোন ভয়েস চ্যাট রুমে যাই না।
ফালতু লাগে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।