আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের চুল

ছেলে ভাল ..

মেয়েদের চুল বড় রাখা নিয়ে ছোট বেলায় আমার মনে বিশাল প্রশ্ন ঝুলত "চুল বড় রেখে কি লাভ মেয়েদের? "কোন উত্তর পাইনি তখন।

ক্লাশ এইটে পড়ার সময় আমার এক বান্ধবীকে হঠাৎ স্কাফ পড়ে ঘুরতে দেখি। আগে তার স্কাফ গলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আর চুলগুলো গলা পাশে দিয়ে এলিয়ে দিয়ে সামনে রাখত। একটু অনুসন্ধান করে বের করলাম বেচারী চুল টুল কেটে মাথা ন্যাড়া করায় স্কাফ পড়ে বেড়াচ্ছে।

কিন্তু ব্যাপার ঘটল অন্য খানে স্কাফ পরায় তাকে হঠাৎ অপরূপ লাগতে শুরু করল।

ক্লাশ করি কিন্তু চোখ চলে যায় ওর দিকে। এভাবে দিন যায় আমার ভাল লাগা বাড়তে থাকে।

তার খোলা চুলের স্মৃতি এক সময় মুছে যায়। কল্পণা করলে স্কাফ চোখে ভাসত।

কিন্তু ঘটনা ঘটল ক্লাশ নাইনের শেষের দিকে।

একদিন হঠাৎ তাকে স্কাফ ছাড়া মাঝারি চুলে দেখতে পাই!

সব ভাল লাগা, অপরূপ ভাব স্কাফ বিহীন মাথায় চুল দেখার মাঝে তাল গোল পাকিয়ে গেল। সত্যি বলতে একদম ভাল লাগছিল না। খাটো খাটো চুলের কেমন যেন!ইচ্ছে করছিল যেয়ে বলি প্লিস স্কাফ পড়, ভাল লাগছে না। বলা হয় নি আর তারপর সে স্কাফ পড়েনি কোনদিন।

সেদিন উপলব্ধি করলাম চুলের মর্ম।

চুল মানুষের একটি অলংকার। মানুষকে উপস্থাপন করে তার বেণী দিয়ে, খোপা দিয়ে অথবা খোলা বাতাসে উড়তে উড়তে। এখনও চুল নিয়ে আমার গবেষণা চলছে। একটা প্রেমের উপন্যাসে পড়েছিলাম প্রেমিক প্রেমিকাকে জড়িয়ে ধরার পর চুলের সু-ঘ্রাণ পায়!!! ব্যাপারটা লজিকালি ঠিক, নাক চুলের কাছে গেলে ঘ্রাণ পাবেই কিন্তু গ্রাণটা আসলে কেমন? কি হয় পেলে? ব্যাপারগুলো এখনও অজানা। বের করতে হবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।