আমাদের কথা খুঁজে নিন

   

ভাসানটেক বস্তির শিশুদের শুভেচ্ছা জানিয়েছেন মোবারক মামা (বারাক ওবামা)

তাশফী মাহমুদ

ভাসানটেক বস্তিবাসী শিশুদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দারিদ্র্য অবস্থার মধ্যেও যে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে এ জন্য তাদেরকে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আজ রোববার ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের সংস্থাগুলোর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্থারিন কাজিন ভাসানটেক বস্তির একটি স্কুল পরিদর্শনকালে শিশুদের কাছে বারাক ওবামার এ শুভেচ্ছা বাণী পৌঁছে দেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করতে তিনি আজই বাংলাদেশে এসে পৌঁছেছেন। রাষ্ট্রদূত কাজিন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে ঢাকায় এসেছেন।

এরই অংশ হিসেবে আজ তিনি ভাসানটেক বস্তিতে ডব্লিউএফপি পরিচালিত স্কুলে বিস্কুট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। ভাসানটেক বস্তিবাসী শিশুরা রাষ্ট্রদূত কাজিনকে( এই কাজিন কিন্তু খালাত-মামতো-ফুপাত ভাই/বোন না) তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করে। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপপ্রধান নিকোলাস জে ডিনসহ জাতিসংঘ এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত কাজিনসহ প্রতিনিধিদলটি খুলনা, যশোর ও বাগেরহাট জেলা পরিদর্শন করবে। প্রতিনিধিদলে বিশ্বের আটটি দেশের সাংবাদিকেরাও রয়েছেন।

উল্লেখ্য, ভাসানটেক বস্তিতে ডব্লিউএফপি নয়টি স্কুলে খাদ্য সহায়তা দিয়ে থাকে| **** ইহুদি -নাছারাদের কাছ থেকে খাদ্য সহায়তা নিয়ে আমাদের দেশের শিশুরা তো ইহুদি -নাছারা হয়ে যাবে, জামাত -শিবিরদের জিহাদী জোস কই ??? ইহুদি -নাছারাদের প্রতিরোধ করতচ হবে না ?!?!?! Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।