জীবনটা অনেক সুন্দর.........
অনলাইনে আয় এর অনেক উৎস আছে। এর মধ্যে গুগল এডসেন্স , টেক্সট এড ,এড স্পেস বিক্রি , রেফারাল লিংক গুলো বেশ জনপ্রিয়। আজ আপনাদের সাথে অনলাইন আয় এ নতুন একটি পদ্মতি জানাবো, আর তা হল- "ডোনেট" বাটনের মাধ্যমে আয়।
বিভিন্ন সাইট থেকে স্ক্রীপ্ট,কোড ডাউনলোড করার সময় আমরা প্রায়ই ডোনেট (Donate) বাটন দেখে থাকি। বেশির ভাগ ডোনেট বাটন গুলো পে-পাল এর হয়ে থাকে।
কিন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ থেকে পে-পাল এর একাউন্ট তৈরি করা যায় না। তাই ইচ্ছা করলেই পে-পাল এর ডোনেট বাটন বানাতে বা বসাতে পারি না। তাহলে কি আমরা ডোনেট বাটন বসাতে পারব না? হ্যা পারব। কারন , এখন মানিবুকারস এর মাধ্যমে ডোনেট বাটন বানানো যায় এবং এখান থেকে খুব সহজেই আয়ও করা যায়। তাহলে চলুন বিস্তারিত দেখি-
ডোনেট বাটন কি ও কেন দরকারঃ
আমরা অনেকে অনেক সময় ভাল কিছু স্ক্রিপ্ট, ডিজাইন, আটিক্যাল লিখে থাকি।
এইগুলো থেকে অনেকেই উপকৃত হয়ে থাকেন। তাই এই কন্টেন্ট গুলোর নিচে একটি ডোনেট বাটন বসানো গেলে তারা খুশি হয়ে কিছু অর্থ আমাদের একাঊন্ট এ দিলে ব্যাপারটা মনে হয় মন্দ হয় না। আমি বলছি না সবাই দিবে... যাদের ভাল লাগবে তারাই দিবে আর না দিলেও সমস্যা নাই।
আমাদের এখানে পে-পাল নাই তাতে কি? মানি বুকারস তো আছে। তাই মানিবুকারস এর ডোনেট বাটন বানিয়ে আপনার কন্টেন্ট এর নিচে বসিয়ে দিন।
তাহলে চলুন দেখি কিভাবে মানি বুকারস এর ডোনেট বাটন বানাতে হয়।
ডোনেট বাটন এর জন্য ছোট একটি স্ক্রীপ্ট লিখতে হবে ডোনেট বাটনটি বানানোর জন্য। এখানে আমি স্ক্রীনশট এ কোডটি দেখাচ্ছি। আর টিউটোরিয়াল এর শেষে ডাউনলোড লিংক থেকে স্ক্রীপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন
এখন বিস্তারিত বলছি। এই স্ক্রীপ্টি বসানোর পরে আপনাকে তিনটি স্থানে পরিবর্তন করতে হবে।
"set your moneybooker account email" এই স্থানে আপনি মানি বুকারস এ একাউন্ট খোলার সময় যে ইমেল এড্রেস দিয়েছিলেন তা দিতে হবে। কারন ডোনেট করার পরে এই ইমেল দিয়ে যে একাউন্ট আছে তাতে ডোনেট এর ডলার জমা হবে।
"Thank you Page" এই অংশে আপনাকে ডোনেট করার পরে "ডোনারকে" ধন্যবাদ জানানোর জন্য একটি পেইজ এর URL দিয়ে দিন।
সর্বশেষে আপনি "SET Domain Amount" অংশে ডোনেট এর একটি এমাউন্ট বসিয়ে দিন। এটি একটি ইনপুট বক্স তাই ডোনার ইচ্ছে করলে তার মন মত এমাউন্টও বসাতে পারবে।
হয়ে গেল মানি বুকারস এর ডোনেট বাটন বানানোর কাজ। এই কোডটি বসানোর পরে আপনি নিচের ছবি মত একটি বক্স দেখতে পাবেন।
এখানে "Donate Me" বাটনে ক্লিক করলে আপনাকে মানি বুকারস সাইটে নিয়ে যাওয়া হবে। মানি বুকারস সাইটে নিয়ে গেলে নিচের ছবির মত একটি বক্স দেখতে পাবেন।
ডোনার এখানে তার সব তথ্য ঠিক মত দিলে আপনার একাউন্ট এ ডোনেটেড এমাউন্ট জমা হয়ে যাবে।
আমার নিজের বানানো একটি মাল্টিপল ফাইল আপলোডার স্ক্রিপ্ট আছে। সেখানে আমি এই স্ক্রীপ্টটি বসিয়েছি। দেখে নিতে পারেনঃ
http://demos.coolajax.net/php/upload/multi_upload.php
আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিপ্ট এবং ইমেজ ফাইল গুলো দিয়ে একটি zip ফাইল বানিয়ে রেখেছি।
ডোনেট বাটনের স্ক্রীপ্ট DEMO এবং ডাউনলোড লিঙ্কঃ
http://demos.coolajax.net/php/mbookers/
আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে।
টিউটোরিয়াল সোর্সঃ
http://www.coolajax.net/tutorial.html
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।