...
(আমরা দুইপয়সার আমজনতা ফেসবুকে যতই স্টাটাস ছাড়িনা কেন, সামাজিক স্টাটাসের কোনও ইতরবিশেষ হয়না। আসুন, দেখেনিই, স্টাটাসওয়ালাদের স্টাটাসের হালচাল কি!)
জিল্লুর রহমান বলেছেনঃ তেলের বোতলগুলো তোরা নিয়ে যা। ইদানিং আর বেশী খরচ হয়না রে। ...৬ ঘন্টা আগে
১৭ জনের ভাল লেগেছে। ৩টি মন্তব্য।
শেখ হাসিনা বলেছেনঃ মধু গন্ধে ভরাঃ)))
১৩ মিনিট আগে। ২কোটি ৭১ লক্ষ জনের ভাল লেগেছে। ৭৩ লক্ষ মন্তব্য।
খন্দকার দেলোয়ার বলেছেনঃ সালোয়ার নয়, লুঙ্গিই সেরা!
১বছর আগে। ফরহাদ মাযহার লাইকস দিস।
হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেনঃ কেন এই নি:সঙ্গতা...
কারও ভাল লাগেনি। ১৯৯টি মন্তব্য।
রওশন এরশাদ বলেছেন: আাবার?
বিদিশা বলেছেন: (সেন্সর্ড)।
তারেক রহমান বলেছেনঃ সেদিনও আকাশে ছিল চাঁদ...
ছয় মাস আগে। এক কোটি জনের ভাল লেগেছে।
বেগম খালেদা জিয়া বলেছেনঃ দিনগুলি মোর সোনার খাঁচায়/রইল না...
২ বছর আগে। মইন ইউ আহমেদ লাইকস্ দিস(ফাইভ মিনিটস্ এগো)।
আব্দুল জলিল বলেছেনঃ আজ এখানে আমার আশার সমাধি/ব্যাথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালবাসা নেই/আশা ছিল!
দেড় বছর আগে।
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিৎ সেনগুপ্ত অ্যান্ড আব্দুর রাজ্জাক লাইকস দিস।
নিজামী বলেছেনঃ ফাইস্যা গেছি মাইনকার চিপায়
এক মাস আগে।
৫০হাজার গেলমান লাইকস্ দিস।
(উকিল) কামরুল ইসলামঃ এত সুর আর এত গান/যদি কোনওদিন থেমে যায়...
বি চৌধুরীঃ মুছে যাওয়া দিন গুলো আমায় যে পিছু ডাকে/স্মৃতিগুলো বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে/মনে পড়ে যায়, মনে পড়ে যায়
রাশেদ খান মেনন বলেছেনঃ সবুরে মেওয়া ফলেছে।
ইনু লাইকস্ দিস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।