আমাদের কথা খুঁজে নিন

   

১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ



প্রাচীন ঐতিহ্য-স্থাপনা আমাদের দেশে সবজায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে, এতে করে এতটুকু অন্তত বোঝা যায় সভ্যতার দিক দিয়ে আমরা কখনও পিছিয়ে ছিলাম না যদিও সভ্যগতভাবে আমাদের বর্তমান অবস্থান ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই। যাইহোক ভুমিকা না করে মুল লেখায় আসি..... ঝিনাইদহ জেলার সদর উপজেলার অন্তর্গত নলডাঙ্গা নামক স্থানে মন্দির কমপ্লেক্স আছে যা ১৬৫৬ খৃষ্টাব্দে মহারাজা ইন্দ্রনারায়ন দেবরায় তৈরী করেন। মুলত ছয়টি মন্দির নিয়ে এ কমপ্লেক্স তৈরী যার মধ্যে শ্রী শ্রী বিষনু (বানানটা লিখতে পারিনি)দেব মন্দির, শিব মন্দির, শ্রী শ্রী লক্ষী মন্দির, অন্যতম। রায়ট এর সময় মন্দির সমুহ ক্ষতিগ্রস্থ হয় যা ১৯৮০ সালে সরকার কিছুটা রক্ষণাবেক্ষন করে। এখনও মন্দির রক্ষণাবেক্ষনের কাজ চলছে। এখানে কালি মুর্তিটি বেনারস থেকে আনা হয়েছিল। আসুন এবার ছবিতে দেখি.... শ্রী শ্রী বিষনু (বানানটা লিখতে পারিনি)দেব মন্দির সংস্কারের আগে ভিতরের আলোআধারী নদীর পাড়ের দিকে কলাম, দুরে আরেকটা জঙ্গলাকীর্ন মন্দির পোড়ামাটির কারুকার্য ভিতরের সিড়ি বেয়ে উঠে উপর থেকে তোলা চিত্রা নদী উপর থেকে তোলা দুরের অন্যান্য মন্দির সংস্কার কাজ চলছে শিব মন্দির শ্রী গণেশ মন্দির সংস্কার চলছে সংস্কারের পর শ্রী শ্রী লক্ষী মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির দূর্গা পূজার প্রস্তুতি চলছে এসব ছবি আমার মোবাইল ক্যামেরায় তোলা, ভাল না হলেও সম্ভবত বোঝা যাচ্ছে। ভাল লাগলে আওয়াজ দিয়েন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.