কোথাও হারিয়ে যেতে চাই
আসসালামু আলাইকুম। আজ ২৪শে সেপ্টেমবর রোজ শুক্রবার। সম্মানিত পাঠক, গত শুক্রবারে Click This Link বলেছিলাম চেষ্টা করবো যে প্রতি জুমাবারের খুতবার সামারী আপনাদের সামনে তুলে ধরার। তাই আজ আমি হাজির হয়েছি তা নিয়ে আপনাদের দরবারে। আশা করি আপনারা এটাকে একটি ভালো উদ্যেগ বলে বিবেচনা করবেন।
আজও আমি গিয়েছিলাম লন্ডনের দারুল উম্মাহ মসজিদে জুম্মার নামাজ পড়তে । আজ খুতবা পেশ করছিলেন খ্যাতিমান টিভি ব্যাক্তিত্ব ও দারুল উম্মাহ মসজিদের অন্যতম খতিব শাইখ আব্দুর রহমান মাদানী। তিনি খুতবা পেশ করছিলেন আরবী, বাংলা ও ইংরেজী ভাষায়। আমি চেষ্টা করব উনার খুতবার বিষয়বস্তু তুলে ধরার। আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যে আমার স্বারণ শক্তি বাড়িয়ে দেন।
কারন আমি কোন নোট করিনাই উনার খুতবার। তাই যে টুকু মনে আছে শুধু সেটুকুই সেয়ার করব আপনাদের সাথে।
খতিব সাহেব আজকে যে বিষয়ের উপর বক্তব্য রেখেছিলেন তা মূলত ছিল পবিত্র কাবা শরীফ এবং হজ্জ। তিনি বলেন কাবা শরীফ হল মুসলিম উম্মাহর ঐক্যের প্রতিক। কাবা শরীফের সাথে সম্পর্ক বৃদ্ধি করার আহবান করেন।
তিনি মুরুব্বিদের উদ্দেশ্য করে বলেন তারা যেন তাদের ছেলেমেয়েদের কে কাঠুন না দেখিয়ে নামাযের সময় লাইভ কাবার নামায দেখান।
শাইখ মাদানী বলেন কিছু লোক আছে (যারা মূর্তি পূজা করে) যারা বলে থাকে আমরা নাকি কাবা ঘরের পূজা করে থাকি? তাদের এ ধরনের প্রশ্নের উত্তরে বলেন আমরা কাবা ঘরের পূজা করিনা। আমরা জানি এ ঘর না আমাদের ভাল করতে পারে আর না আমাদের কোন ক্ষতি করতে পারে। তাদের উদ্দেশ্য করে বলেন আমরা যাদি কাবা ঘরের পূজা করতাম তাহলে এর আগে মাসজিদুল আকসা কে কিবলা করে নামায পড়তাম না? তিনি বলেন আমরা শুধু কাবার প্রভুর ইবাদাত করি।
তিনি হযরত অমর (রাঃ) এর একটি উক্তিও পেশ করেন।
যেখানে অমর (রাঃ) বলেছিলেন হাজারে আসয়াদ তুমি একটি পাতর ছাড়া কিছু নয়। তোমাকে আমি চুমু করতাম না যদি না হযরত মুহাম্মাদ (সাঃ) তোমাকে চুমু না করতেন।
যারা এই বছর হজ্জে যাবেন তাদের উদ্দেশ্য বলেন, নিয়ত করতে শুধু মাত্র আল্লাহ জন্য, হালাল রুজির পয়সা দিয়ে যেতে হবে, এমন গুপের মাধ্যমে যেতে হবে যেখানে আলেম আছেন। তিনি আর একটি ব্যাপার বলেছিলে যা আমি ভুলে গিয়েছি।
এই ছিল আজকের খুতবার মুল বিষয় বস্তু।
আল্লাহ যেন আমার ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।