আমাদের কথা খুঁজে নিন

   

চটিংবাজ সব মোবাইল কম্পানি

মাতৃগর্ভে শিশুর প্রথম পদাঘাত মাতৃত্বের প্রথম স্বাদ

বিটিসিএল এবং সরকারকে বলছি বিনীত প্রার্থনা : মোবাইল কম্পানিগুলোর প্রতারণা থেকে জনগণকে বাঁচান বিজ্ঞাপনে খোলামেলা প্রতারণা। চিটিং বা চিট যাকে বলে। বাংলাদেশের সবগুলো মোবাইল কম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে। প্রতারণা ছাড়া গ্রাহকদের একটি পয়সাও লাভবান হওয়ার কিছু থাকে না কোন প্যাকেজ বা অফারে। বিজ্ঞাপন পড়ার সাথে সাথে গ্রাহকের মনে হবে এই বুঝ কল রেটে বিরাট ছাড় পাওয়া গেল।

কিন্তু না শুভঙ্করের ফাঁকি। নিচে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে লেখাগুলো ভালোভাবে পড়লে বুঝা যায় পূর্বের প্যাকেজ অপেক্ষা এই প্যাকেজে বিন্দু মাত্র সুবিধা নেই। বরং এতে আরো বেশি টাকা কম্পানির পকেটে ঢুকে পড়বে। দেশের নিরিহ মানুষ প্রতারিত হচ্ছে। দুই এক দিন পর পর নতুন নতুন অফার।

আর এ অফার গ্রহন করতে ম্যাসেজ পাঠাতে হয়। এই ম্যাসেজের টাকাটাও কম্পানির লাভ। এক কোটি গ্রহক যদি অফারটি গ্রহন করে তবে কম্পানির ইনকাম হয় দুই থেকে আড়াই কোটি টাকা। বিনিময়ে নিশ্চিত থাকুন অফার গ্রহনকারীর একটি পয়সাও লাভ হয় না। কিন্তু খুব ভালোভাবে হিসেব করতে না পাড়লে মনে হবে গ্রাহকের খুব লাভ হচ্ছে।

আর প্রতারণর এসব বিজ্ঞাপন পড়ে টাকা জুয়াচুরি বুঝা সবার পক্ষে সম্ভব নয়। বিটিসিএল কে বলছি মানুষকে এ সকল হায়েনার কবল থেকে বাঁচান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.