আমাদের কথা খুঁজে নিন

   

বাক্সবন্দি ইচ্ছেগুলো



বাক্সবন্দি ইচ্ছেগুলো ইচ্ছের বসতি গড়েছিলাম, অনেক যত্নে – ইচ্ছে ছিলো শীতের সকালে তোমাকে সাথে করে শিশির ভেঁজা ঘাসে হেঁটে বেড়াবো। ইচ্ছে ছিলো তোমাকে নিয়ে ঐ উঁচু পাহাড়ের চূঁড়ায় ঝিলিক দেয়া বরফটাকে স্পর্শ করবো। ইচ্ছে ছিলো শান্ত দীঘির পাড়ে, মিষ্টি বাতাসে তোমার হাত দু’টি ধরে প্রহরের পর প্রহর পার করে দেবো ইচ্ছে ছিলো উত্তাল সাগরের উন্মত্ত উর্মিমালাকে জয় করে ছুঁটে বেড়াবো সাগর থেকে মহাসাগরে, তোমাকে সঙ্গি করে। ইচ্ছে ছিলো জোৎস্না ভরা রাতে চাঁদকে সঙ্গি করে তোমাকে ভালবাসার গান শুনাবো আমার ইচ্ছে ঘুঁড়িটা আর আকাশে উড়লো না উড়ার আগেই সুতোটা ছিঁড়ে গেলো আর ঘুঁড়ি হারিয়ে গেলো অনেক দূরে, দৃষ্টি সীমার বাইরে ফুলটি প্রস্ফুটিত হবার আগেই কলিটি ঝরে গেলো হয়তো আর কখনো মুক্ত আকাশে ঘুঁড়ি উড়াবো না, গাছে পানিও দেবো না কলিটি ফুল হয়ে ফোঁটার জন্য। আমার ইচ্ছেগুলো বাক্সবন্দি হয়ে রইল, আগের মতোই। সজীব http://www.sajib1510.webs.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.