আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গটি সামাজিক বিজ্ঞানের, উপলক্ষ্য বিবাহপূর্ব যৌন সম্পর্ক, কেস স্টাডি প্রভা

পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন

গতদিনের একটি দৈনিক পত্রিকায় প্রভা প্রসঙ্গ নিয়ে প্রকাশিত একটি রিপোর্টের শেষ অংশ পড়ে আমার এক বিজনেস্ গ্রাজুয়েট (খুলনা বিশ্ববিদ্যালয়, বিবিএ ০৫ ব্যাজ) বন্ধু চিৎকার করে উঠলেন। রিপোর্টটির শেষ অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের একজন অধ্যাপকের বরাত দিয়ে বলা আছে ‘তিনি আরো বলেন, মানুষের এরকম সম্পর্ক থাকতেই পারে কিন্তু তা ভিডিও করে প্রকাশ করলে তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ঘটে। ’ বন্ধু চিৎকার করে বললেন, ঢাকা ভার্সিটির একজন শিক্ষক যখন বলে এরকম সম্পর্ক থাকতেই পারে তখন কি নৈতিক অবক্ষয় তৈরি হয় না, আর ভিডিও করে প্রকাশ করলেই নৈতিক অবক্ষয় হয়? তার কথা হইতেছে সমাজে এই কাম প্রভা একাই করে আর কেউ করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ‘সম্পর্ক থাকতেই পারে’ বলাতে আরো অনেকে উৎসাহ বোধ করতে পারে। আমি তার কথার তীব্র বিরোধিতা করে বললাম, বিষয়টিকে সভ্য সমাজ অসামাজিক বলে চালিয়ে দিচ্ছে বটে কিন্তু তলে তলে সবার ধানক্ষেতে আর পাঠশালায় অবস্থা (ফুয়াদের বন্য গানটির মত)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেও এধরণের সম্পর্ক তৈরি হবে, না বললেও হবে।

কিন্তু ভিডিও করা আর প্রকাশ করা পাত্র-পাত্রী উভয়ের শুধু মাত্র নৈতিক অবক্ষয় নয়, মানসিক রোগেরও লক্ষন বটে। নর-নারীর সম্পর্ক প্রাকৃতিক এবং সামাজিক ব্যাপার। উভয়ে সম্মত হলে তারা যৌন সম্পর্কে সম্পর্কিত হতেই পারে। আদম হাওয়ারও কাবিন করে বিয়ে পড়ানো হয়নি। বহু জরিনা সখিনার ভিডিও বের হয়েছে তাতে কিছুই যায় আসে নি, তারুণ্যের হৃদয় দোলা দেয়া তরুণ স্টারের এমন ভিডিওতে অনেকেরই হৃদয় গুড়া হয়ে গেছে।

এই ব্যাপার? নৈতিক অবক্ষয়ের শীকার হয়েছে প্রভা, নিজের পাতা ফাঁন্দে নিজেই পড়ছে। স্কুলে পড়া যে বাচ্চাগুলো মোবাইল ব্যবহার করে তাদের হাতে পৌছে গেছে থ্রিজিপি ক্লিপগুলা, তারা এবং আরো অনেকে সেগুলোকে আয়ত্বের মধ্যে পেয়ে হয়তো পরিণত সময়ের আগেই ঝাপিয়ে পড়তে পারে অনৈতিক কোনো কাজে। করছেও তাই। দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নিমূল অধিদপ্তর নেই বলে অনেক শিশুও মাদকাসক্ত হয়ে পড়ছে। ১৮ বছরের নিচে যে ওয়েব সাইটে যাওয়া যায় না, যে বইগুলো পড়া যায় না, যে চলচিত্রগুলো উপভোগ করা যায় না সেগুলোর মধ্য দিয়ে গেলে অবক্ষয় ঠেকানো যাবে না।

আমার বন্ধুর মানসিক বিকাশের এই পরিস্থিতি দেশের সর্বত্র। শুধু তাই না, মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন বাংলাদেশের ৭২% (কমবেশি হতে পারে) মানুষ বিভিন্ন মাত্রার মানসিক রোগী। বোধকে শাণিত করার জন্য আমাদের কিছু প্রাকটিসের মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।