লেভান্তের বিপক্ষে রোববার রাতে লা লিগার প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠ থেকে ২ গোল করা মেসিকে তুলে নেন মার্তিনো।
মাচ শেষে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে হ্যাটট্রিক বঞ্চিত করার ব্যাখ্যা দেন তারই স্বদেশী মার্তিনো।
"আমি লিওর (মেসি) সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তার মাঝে মধেই বিশ্রাম নেয়া প্রয়োজন। "
লিওনেল মেসি ও পেদ্রো রদ্রিগেজের জোড়া গোলে লেভান্তকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করে বার্সেলোনা।
মার্তিনো জানান, খেলায় বিপুল ব্যবধানে এগিয়ে থাকাতেই মেসিকে উঠিয়ে ইনিয়েস্তাকে নামান তিনি।
"অবশ্যই, যদি ম্যাচটায় লড়াই হতো, তবে সবচেয়ে বড় বোকাও তাকে উঠিয়ে নিত না। "
উঠিয়ে নেয়ার পর মেসি এ নিয়ে মন খারাপ করবে না বলে বিশ্বাস মার্তিনোর,
"মৌসুমটা দীর্ঘ, সামনে অনেক কঠিন খেলা আসছে। সে খুব বুদ্ধিমান, সে এটা জানে। "
নেইমারকে কেবল ম্যাচের শেষ ২৫ মিনিট খেলানোরও ব্যাখ্যাও দিলেন বার্সার সর্বসেবা।
"আমরা নেইমারকে অল্প অল্প করে মানিয়ে নিতে সময় দিতে চাই। আমরা যদি বেশি দ্রুত তা করতে চাই তবে তার ও দলের ক্ষতি করে ফেলবো। "
বার্সলোনার হয়ে তার লা লিগার অভিষেকটা নিয়ে খুব খুশি মার্তিনো, "আমি যা যা কল্পনা করেছিলাম, মৌসুমের শুরুটা তার চেয়ে অনেক ভালো হয়েছে। এখন আমাদের এই পর্যায়টা বজায় রাখতে হবে। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।