নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
প্রাজ্ঞ নগর ঋষি নি:শব্দে পৌঁছেছেন ১০০০ তম পোস্টের মাইল স্তম্ভের সামনে ।
ইমন জুবায়েরের লেখনীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই, কারণ খুব কম ব্লগারই আছে যার প্রিয়তে তার লেখা নেই।
তার লেখার পাঠক হয়েছি অনেক সময় আগে। ব্লগে রেজিস্ট্রেশন করারও আগে। সবচেয়ে মুগ্ধ হয়ে যেতাম তার লেখার বৈচিত্র্যে। তার লেখায় কখনো তাকে নিবেদিত সঙ্গীতজ্ঞ, ইতিহাসবেত্তা, গল্পকার, শিশুতোষ গল্প লিখিয়ে, কখনো জীবনের গভীরতম অর্থের খোঁজে ছুটে বেড়ানো একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই।
তার ব্লগের ডান পাশে ঝুলছে মানব আত্মার চিরন্তন দার্শনিক প্রশ্ন
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।
এগিয়ে চলুন ইমন জুবায়ের। দীর্ঘজীবি হোক আপনার লেখনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।