৪২০
LINK FROM
বিশ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, সময়ের ভেলায় চড়া সম্ভব। তবে এর জন্য আরো অনেক সময় লাগবে। তাই মানুষের অবশ্যই উচিৎ মহাকাশ অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়া। হকিংয়ের নতুন বই 'দ্য গ্রান্ড ডিজাইন' সম্পর্কে 'প্যারেড' ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্প্রতি একথা বলেছেন। খবর এমএসএনবিসি ডটকমের।
হকিং বলেন, আপেক্ষিক তত্ত্বের ওপর আলবার্ট আইনস্টাইনের সাধারণ সূত্র মতে- একজন মহাকাশ ভ্রমণকারীর পক্ষে একটি রকেটে করে তার মৃত্যুর আগেই মহকাশ ভ্রমণ করে আসা সম্ভব। আর এ সূত্রকে কজে লাগিয়ে সময়ের গতিকে পেছনে ফেলে দিয়ে এক সময় মানুষ মহাকাশ ভ্রমণ করে আসবে। প্যারেড ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে হকিং তার পারিবারিক জীবন এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিজ্ঞান শুধুমাত্র একটি শিল্পই নয় বরং এতে রয়েছে রোমান্স এবং আবেগও। তিনি আরো বলেন, মহাকাশ থেকে তথ্য সংগ্রহের জন্য রোবট খুবই উপযুক্ত, তবে সে মহাকাশে মানুষের পরিবর্তীত রূপ হিসেবে সব কাজ যথাযথভাবে করতে পারবে না।
আর এজন্য মহাকাশে মানুষের অবস্থান করা খুবই জরুরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।