আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আর তা হলো দিনে ৪ কাপ (না হলেও ৩ কাপ) চা খাওয়া....... একবার ভাবলাম, চা এ আসক্ত হয়ে গেলাম না তো?? পরীক্ষা করে দেখতে হবে বিষয়টা......যেই ভাবা সেই কাজ!
২০০৬ থেকে এখন পর্যন্ত প্রতি রোজার মাসে আমি ৩০ দিন কোন চা-কফি খাই না। নিজেই নিজের কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করি চা না খেলেও আমার মধ্যে কোন সমস্যা হয় না। এই বছর নতুন সংযোজন ছিল মোবাইল ফোন। কমিউনিকেশন ছাড়া থাকার এক অন্যরকম প্রচেষ্টা..........
কিন্তু আসলেই কি কমিউনিকেশন ছাড়া?? মোটেও না...ফোনে কথা বলিনি ঠিকই কিন্তু সেটা পুষিয়ে দিয়েছি অনলাইন কমিউনিটির মাধ্যমে। ফেসবুক আর চ্যাটিং, যোগাযোগের কি অপূর্ব মাধ্যম!!
ব্লগটাকে পেয়ে বসেছি নেশার মতো...যদিও আমি ব্লগিং এর "ব"ও করি না, শুধু কমেন্ট পর্যন্তই আমার দৌড়; ক্যাচাল দেখলে সোজা গ্যালারীতে উঠে যাই। আইডি খোলার পর থেকে গত দুই বছর ধরে এটাই চলে আসছে....."লেখার চেয়ে পড়তেই বেশি ভালোবাসি"...........
এখন সময় হয়েছে পরীক্ষা করার...ব্লগবিহীন জীবনযাপন চর্চা। রোজার মাসে একমাস মোবাইলগুলা বন্ধ ছিল, এখন একমাস অনলাইন কমিউনিটিতে আমার অনুপস্থিতি থাকবে...ভার্চুয়াল লাইফ থেকে সাময়িক অবসর নিচ্ছি...........
অনেক ব্লগার ভাই আছেন যার ব্লগিং লাইফের জ্বালায় পারিবারিক জীবন শিকেয় উঠেছে, তারা আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন...............
গত একমাস আপনাদেরকে অনেক জ্বালিয়েছি......ছন্দোবদ্ধ বাংলা কোরআন পোস্ট করতাম প্রতিদিন তিনটা করে......কেউ কেউ হয়তো এই শিরোনামটা দেখতে দেখতে বিরক্ত, তাদের চোখে শান্তি আসবে এবার। শেষ পর্যন্ত এক পাঠক সংখ্যা কমতে ১০ জনে নেমে এসেছিলো.....ডারউইন সাহেবের "সারভাইভাল অফ দা ফিটেস্ট!!" নীতিকে শ্রদ্ধা জানিয়ে ছন্দোবদ্ধ বাংলা কোরআনের যাত্রা এখানেই শেষ.......কেউ যদি "ছন্দোবদ্ধ বাংলা কোরআন" মিস্ করেন তাহলে মেইল করতে পারেন: এ। আপনাদের ভালোবাসাই আবার একে ফিরিয়ে আনতে পারে......
শেষ কথা: হাইবারনেশনে যাচ্ছি বলতে সোশ্যাল কমিউনিটি (ফেসবুক, স্টাম্বল-আপন) আর ব্লগ (সামু , এসবি) থেকে সাময়িক অবসরের কথা বলছি..... মেইল কিন্তু রেগুলার চেক করবো......
ভালো থাকবেন সবাই,
আপনাদের উপর শান্তি বর্ষিত হউক...
জগতের সকল প্রাণী সুখি হোক..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।