সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
জলজ মেধা নিয়ে দ্রুত ধাবমান ওই দেখ মীন
নিপুন সন্তরনে ছুঁয়েছে সে নীলিমার তটরেখা
প্রাচীণ কৈবর্ত এক দিকভ্রান্ত সীমাহীন
বিরহের জাল ফেলে ভেবেছে সে পাবে তার দেখা।
অথচ মীন জানে গাঢ় বেদনার সেই ভাষা
আচঞ্চল মন্থনে কিরূপ অশান্ত হয় ঢেউ
কৈবর্তের অপেক্ষার পালা যেন এক বিবমিষা
দহনের তীব্র গাঁথা জানলো না, জানবে না কেউ।
তুমি কি মীন হবে? ভেদ ক’রে শিকারীর কূটজাল?
অহল্লা রাত্রিতে যেরূপ নিষ্ক্রমণপ্রিয় চাঁদ…
নাকি কৈবর্তের বিরহী দ্রাক্ষার রসে সিক্ত মহাকাল
ছিন্ন করে ছুটে যাবে আরক্তিম হলাহল ফাঁদ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।