প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় বলেন, নওয়াজ শরীফ পাকিস্তানের নেতৃত্বে আসায় দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন ঘটবে।
বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পাকিস্তানের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান তিনি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এক অভিনন্দন বার্তায় বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশই সার্ক, ওআইসি, কমনওয়েলথ ও জাতিসংঘের সদস্য হওয়ায় আমাদের জনগণের অভিন্ন লক্ষ্য রয়েছে।
”
নওয়াজ শরীফের ‘দূরদর্শী’ নেতৃত্বে দুই দেশের এই সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপার্সন।
অভিনন্দন বার্তায় ‘ব্যক্তিগত নোটে’ খালেদা জিয়া বলেন, অতীতে নওয়াজ শরীফের সঙ্গে কাজ করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিতেন এবং ভবিষ্যতেও সেভাবে কাজ করার জন্য তিনি অপেক্ষা করছেন।
গত ১১ মে পাকিস্তানের জাতীয় নির্বাচনে নওয়াজের মুসলিম লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হয় এবং জোট সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নওয়াজ শরীফই হবেন পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী।
এ নিয়ে তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটির নেতৃত্বে আসছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।