salehin.arshady@gmail.com
আমার প্রথম কথা ছিল ঈদের খেতা পুড়ি। বান্দারবান যাওয়ার চাইতে ঈদের ছুটি কিছুই না। তার উপর একটা বিশাল জলপ্রপাত মাপ জোক করার সুযোগ- এটা তো সোনায় সোহাগা। ডি-ওয়ে এক্সপেডিটরস এর একটি প্রজেক্ট হল বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত খুঁজে বের করা। গত বর্ষায় তারা বাকলাই ওয়াটার ফলস টা লোকেট করে।
জলপ্রপাত হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এর জন্য অনেক প্রয়োজনীয় ডাটা (এর উচ্চতা, প্রস্থ, বিভিন্ন ঋতুতে এর পানি প্রবাহ, উৎপত্তিস্থল ইত্যাদি ) সংগ্রহের কাজ তারা শুরু করেন। পরবর্তী পর্যায়ের ডাটা সংগ্রহের জন্যই আমাদের এবারের যাত্রা। প্রিপারেশান নিয়ে অনেক মিটিং করা হ্ল, জিপিএস এর উপর একটা ছোটখাট আন-অফিসিয়াল ওয়ার্কশপ ও এটেন্ড করে ফেললাম। আকাশ ভাই ব্রিফিং দিয়ে কিভাবে কি করতে হবে সেটা বুঝিয়ে দিলেন।
রওনা দেয়ার আগের দিন ১২দিনের রসদ কিনে আনলাম। ব্যাকপ্যাক গুছিয়ে ঈদের পাঁচ দিন আগে আমরা ৯জন রওনা দিলাম বান্দারবানের পথে।
শহরে নেমেই একটা চান্দের গাড়ী ঠিক করে সোজা থানচি রওনা দিলাম। থানচি পৌছে আর দেরী করি নাই, সোজা হাটা দিলাম বোডিং হ্যেডম্যান পারার দিকে। মাথার উপর তখন চান্দি ফাটানো রোদ।
কিছুক্ষনের মধ্যেই হাঁফাতে লাগলাম। আমাদের করুন অবস্থা দেখে আল্লাহর বুঝি একটু দয়া হইল। শুরু হইল তুমুল বৃষ্টি, মূহুর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু বৃষ্টিত মধ্যে হাটা বেশ কষ্টকর হয়ে গেল। পাহাড়ী রাস্তা কাদায় মাখামাখি।
আছাড় খেতে খেতে এগুতে লাগলাম। পথে এমন সুন্দর সুন্দর ঝিরি পরল যার পাশে একটু বসলে আর উঠতেই ইচ্ছা করে না।
সন্ধ্যার একটু আগেই আমরা পাহাড় চূড়া থেকে বোডিং পারা দেখি। অপূর্ব সুন্দর এক পারা। পারার পাশ দিয়ে সুন্দর এক ঝিড়ি বয়ে যাচ্ছে।
ঝিরিতে ছোট বড় বোল্ডার। আমার দেখা অসাধারন এক পারা.....।
ঝিরি
সকাল বেলা ঝিড়ি দেখতে পেলাম এক ইন্ডিয়ান ক্রেইট। ফটো ক্রেডিট- মাইনুল ভাই
বিষাক্ত ইন্ডিয়ান ক্রেইট
দূরের পাহাড়
ঝিড়ি ২
কারবারীর ঘরে থাকার খাওয়ার ব্যবস্থা করে আমরা গেলাম ঝিড়িতে গোসল করতে। ইতোমধ্যে পাহাড়ে অন্ধকার হয়ে গেছে।
টর্চ জ্বলে সবাই গোসল করে নিলাম ঝিড়ির হিম ঠান্ডা পানিতে। পায়ের কাদা ধুতে যেই না আমি স্যান্ডাল টা পা থেকে খুললাম, উঠার আগেই পানির স্রোতে আমার এক মাত্র স্যান্ডাল টা ভেসে গেল।
পেঁপে দিয়ে ভেজিটেবল খিচুড়ি খেয়ে সবাই কম্বলের নীচে চলে গেলাম। পরেরদিন ভোর থেকে শুরু হবে হাঁটা....বাকলাই এর উদ্দেশ্যে
[চলবে]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।