আমাদের কথা খুঁজে নিন

   

গুরুটোগ্রাফী - ৩ (ছবি ব্লগ)

নিজেকে চিনতে পারিনি এখনো!
অনেকদিন হয়ে গেল নতুন ছবি দেইনা ব্লগে। ঝড়িও কম খাইনাই । কিন্তু কি করুম কন? ক্যামেরা না থাকলে কি আর ছবি তুলা যায়? তার উপ্রে আবার রোজা। তাছাড়া প্রতিদিন এমন সব ফটু দেখি যে মাথা আওলাইয়া যায়, নিজের গুলা মনে হয় কোন ছবিই না । তারপরও আজকে কয়েকটা দিলাম সবার সাথে শেয়ারের জন্য। ১. বৃষ্টির ফোঁটা: ২. আক্রমন : ৩. পেপের ডালে বৃষ্টির ফোঁটা: ৪. পেপের ফুল: ৫. My Viewfinder's : ৬. Hunter Eye : ৭. Charge me up : ৮. অপচয় : ৯. গতিময় জীবন: ১০. Gadget : ১১. মরিচা: ১২. পুরাতন ( মরিচগুলো ২/৩ বছরের পুরনো ) ১৩. খোঁজ : ১৪. বিকেলের বিনোদন (গ্রামের মেয়েরা নৌকায় ঘুরছে): ১৫. হারানো শৈশব: ১৬. আমার কাকা : ১৭. অতি ক্ষুদ্র তেলাপুকা (আপুনিদের ভয় দেখানুর জইন্য) : ১৮. ইন্জিনিয়ার বয় ( ২ বছর বয়সেই গেমস খেলা থেকে শুরু করে চ্যাটিং পর্যন্ত এমন কিছু নাই সে পারে না। ) আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।