আমাদের কথা খুঁজে নিন

   

দাগনভূঞায় ডাকাতের গুলিতে গৃহবধূ নিহত

mamun.press@gmail.com

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামের সুরেষ মিস্ত্রীর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে ডাকাতের গুলিতে এক গৃহবধূ মারাতœক আহত হন। হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, গভীর রাতে ১২/১৫ জনের ডাকাত দল ওই বাড়িতে প্রবেশ করে। সুরেষ মিস্ত্রীর ঘরের দরজার আঘাত করতে থাকে। সুরেষ মিস্ত্রীর স্ত্রী রেনু বালা দাস (৫০) দরজা খুলতে অপারগতা প্রকাশ করলে জানালা দিয়ে ডাকাতরা গুলি ছোডে।

এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে ও ঘরের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় গৃহবধূ রেনু বালাকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক দেখে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার মোঃ ইমাম হোসেন ও দাগনভূঞা থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাই সবুজ জানান, ঘটনার খবর পেয়ে তিনিও ওই বাড়িতে গেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দোষীদের দ্রুত গ্র্রেপ্তারের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এঘটনায় দাগনভূঞা থানায় ১৫/২০ অজ্ঞাত দূর্বৃত্তকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।