বাংলার হিরো, ছাঁকিব কানের নতুন অ্যাডটা দেখলাম;পাওয়ার এনার্জি ড্রিঙ্কসের । ভাই যে কি থেকে কি করলো, তা অনেক বোঝার চেষ্টা করলাম। নাচ, গানে ভরপুর এক বিনোদন .. আইটেম সং ধাঁচের , আইটেম অ্যাড। তবে একটা জিনিস লক্ষণীয় ছাঁকিব খানের একটু হিজু, হিজু বাতিক আছে। কেমন করে যেন হাত-পা এদিক ওদিক ছোঁড়াছুড়ি করে। কেমন করে যেন তাকায়। ---------ববির সাথে যে নাচটা দিছে... আবার গুণ্ডাদের তাড়া খেয়ে যে বড় একটা লম্ফ মারছে ( হাই জাম্প) উইথ জাম্প কেডস... একদম শেষ সিনারি------------------------ হাতে পাওয়ার ড্রিঙ্কসের বোতল , নায়ক বলে উঠলো ঃ "চুমুকেই পরিতৃপ্তি " ( মোরাল ঃ যে যার মতো বুঝে নিন )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।