মামুন বিশ্বাস
লক্ষ্য:
১.বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান
২.স্বল্পমূল্যে দক্ষ স্বাস্থ্যকর্মী দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান
৩. রোগীদের সহানূভূতিশীল যত্ন প্রদান
৪. হাসপাতালের কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষন প্রদান
৫. ভবিষ্যতের স্বাস্থ্য সেবায় একমাত্র মডেল হিসেবে তৈরী করা
৬. নির্বিচ্ছিন্নভাবে মেডিকেল বিষয়ক শিক্ষা প্রদান
দারিদ্রপীড়িত এবং প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল নির্মানের উদ্দেশ্য:১. মহান সূফী হযরত খাজা ইউনু (রঃ)স্মরণে
২. গ্রাম, পৌরসভা এবং প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষদের স্বাস্থ্যেসবা প্রদান
৩. স্বাস্থ্যসবা এবং পরিছন্নতা বিষয়ে সমগ্র জন সাধারনকে সচেতন করা
৪. দূষনমুক্ত পরিবেশে স্বাস্থ্য শিক্ষার জন্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
৫. ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন শিক্ষা কার্যক্রমের সুবিধা প্রসার করা
এক নজরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল :
১. ৫৮৬ শয্যাবিশিষ্ট হাসপাতাল
২. আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত
৩. ২১ টি অপারেশন থিয়েটার
৪. আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত আইসিইউ, সিসিইউ এবং এনআইসিইউ
৫. সুসজ্জিত সাধারন ওয়ার্ড.
৬. সকল শয্যায় কেন্দ্রীয়ভাবে মেডিকেল গ্যাস সরবারহের সুবিধা
৭.শল্য চিকিৎসার যন্ত্রপাতি এবং কাপড়চোপড় পরিশোধন এবং জীবানূমুক্ত করার জন্য Central Sterilization Supply Department (CSSD).
৮. বিশুদ্ধ খাবার পানির জন্য খাবার পানি শোধনাগার।
৯. বর্জ্য ও পয়ঃনিস্কাসনের জন্য আধুনিক ব্যবস্থা।
১০. পরিকল্পিত আধুনিক Nurse Calling System
১১. হাসপাতাল পরিচালনা ও ব্যবস্থাপনার কাজ নিখুঁত ও নির্ভূলভাবে সম্পন্ন করার জন্য সম্পূর্ন Computerised Hospital Information Management Software.
১২. Invasive and Non-Invasive Cardiac পদ্ধতি।
১৩. আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত ও সুবিধা সম্বলিত : Orthopedic, ENT, Ophthalmology, Pediatric, Obstetrics and Gynecology, Urology, Gastro enology, Skin and VD, Laboratory and Imaging, Pharmacy, Mortuary, Cardiology and cardiovascular surgery, oncology.
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল পরিচালনা পরিষদঃ-
ডাঃ এম. এম. আমজাদ হোসেন - চেয়ারম্যান
মোঃ ইউসুফ - পরিচালক
মিসেস খাজা তাজমহল - সদস্য
মিসেস লায়লা হোসেন - সদস্য
মিসেস হোসনে আরা হোসেন - সদস্য
এম এ হায়দার হোসেন - সদস্য
ডাঃ রুবায়েত ফারজানা হোসেন - সদস্য
হাসপাতালের ইতিহাসঃ-
* ১৯৯৫ সালের ১৬ই নভেম্বর অত্র হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
* প্রথম কার্যক্রম শুরু হয় বহির্বিভাগ গঠনের মাধ্যমে ২০০৪ সালের ১৭ই মে।
* ঠিক এক বছর পর একই দিনে অন্তঃবিভাগ চালু হয়।
* কার্ডিও থোরাসিক বিভাগ শুরু হয় ২০০৫ সালের নভেম্বর মাসে।
* অনকোলজীর পদযাত্রা শুরু হয় ১লা এপ্রিল ২০০৫ সালে মেডিকেল অনকোলজী দিয়ে এবং ২০০৭
সালের সেপ্টেম্বর মাসে রেডিয়েশন অনকোলজী’র মাধ্যমে তা পূর্ণাঙ্গ ক্যান্সার সেন্টারে পরিনত হয়।
* ইতিমধ্যে ধীরে ধীরে অন্য বিভাগ সমূহও তাদের কার্যক্রম প্রতিষ্ঠিত করে।
* হাসপাতাল কমপ্লেক্স - এর মোট আয়তন ৫৮ একর।
* সাধারন ওয়ার্ড, কেবিন, আই. সি. ইউ, সি. সি. ইউ এবং এন. আই. সি .ইউ মিলে হাসপাতালের
মোট বেড সংখ্যা ৫৮৬।
* সর্বমোট ১৮টি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে।
* রয়েছে নিজস্ব ফার্মেসী যা ২৪ ঘন্টা খোলা থাকে।
বর্তমানে চালু বিভাগ সমূহঃ-
* মেডিসিন * সার্জারী * স্ত্রী ও প্রসূতি বিদ্যা * শিশু ও নবজাতক * চর্ম ও যৌন
* কার্ডিওলজী * নেফ্রোলজী * গ্যাস্ট্রো-এন্ট্রোলজী * নিউরোলজী * ইউরোলজী
* ক্যান্সার সেন্টার
- মেডিকেল অনকোলজী - রেডিয়েশন অনকোলজী - সার্জিকেল অনকোলজী
- প্যালিয়েটিভ এন্ড টারমিনাল - কেয়ার মেডিসিন
* চক্ষু * নাক-কান-গলা * অর্থপেডিকস্ * দন্ত * রিউমেটোলজী * রেসপিরেটরী মেডিসিন
* কার্ডিওথোরাসিক সার্জারী * ডায়ালাইসিস * আই. সি. ইউ * ইমার্জেন্সী * সি. সি. ইউ
* প্যাথলজী * এন. আই. সি. ইউ * এনেস্থেসিওলজী * ফিজিওথেরাপী
অন্যান্য সুবিধা সমূহঃ-
* নার্সিং ইনস্টিটিউট * পাবলিক স্কুল * ব্যাংকিং সুবিধা * ডিপার্টমেন্টাল স্টোর
* রোগীর আত্মীয়-স্বজনদের জন্য গেষ্ট হাউস
* নিজস্ব পানীয় ও বিদ্যুৎ ব্যবস্থা
* বর্জ্য পদার্থ ধ্বংস করার জন্য ইনসিনেরটর (INCINERTOR)
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল স্বাস্থ্য সেবাসমূহ:
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আধুনিক তথ্যপ্রযুক্তি ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার সমন্বয়ে তৈরী আমাদের হাসপাতালকে সাধারন মানুষের দোরগোড়ায় নিয়ে আসা হয়েছে।
১. বহিঃ বিভাগ, ২. আন্তঃবিভাগ
৩. বিশেষায়িত স্বাস্থ্যসেবা সমূহ:
- অত্যাধুনিক / সর্বাধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র
- পরিপূর্ন হৃদরোগ শল্য চিকিৎসা কেন্দ্র প্রয়োজনীয় এবং আধুনিক যন্ত্রাদি সমন্বয়ে সার্বক্ষনিক সেবায় নিয়োজিত,
ইনটেনসিভ কেয়ার ইউনিট, রোনারি কেয়ার ইউনিট,নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিট, স্নায়ুরোগ ইনটেনসিভ কেয়ার
ইউনিট।
- সার্বক্ষনিক চিকিসা সেবায় নিয়োজিত জরুরী বিভাগ
- শল্য চিকিৎসা জন্য ২১ টি আধুনিক অপারেশন থিয়েটার।
আন্তঃ বিভাগ সমূহ:
১. মেডিকেল চিকিৎসা বিভগ ২. শল্য চিকিৎসা বিভাগ ৩. প্রসূতি, ধাত্রী ও স্ত্রী রোগ বিভাগ
৪. নবজাতক ও শিশু-কিশোর রোগ বিভাগ ৫. হৃদরোগ বিভাগ ৬. স্নায়ুরোগ বিভাগ
৭. চর্মরোগ বিভাগ ৮. ক্যান্সার বিভাগ ৯. কিডনি রোগ বিভাগ ১০. অন্ত্র ও লিভার বিভাগ
১১. ডায়াবেটিস ও হরমোন জনিত রোগ ১২. বক্ষব্যাধি বিভাগ ১৩. অর্থপেডিক ও ট্রমা বিভাগ
১৪. ইউরোলজি বিভাগ ১৫. নাক-কান,গলা বিভাগ
আন্তঃবিভাগ রোগীদের সার্বিক সেবায় নিয়োজিত আছেন নিবেদিতপ্রান সেবিকাগন ও বিশেষজ্ঞ চিকিৎসকগন।
অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একজন রোগী তার যাবতীয় চিকিৎসা সেবা পেতে পারেন।
বহিঃবিভাগ সমূহ:
১. বিশেষজ্ঞ চিকিৎসকগন নিয়মিতভাবে বহিঃবিভাগের রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে থাকেন।
২. রোগীর নিবন্ধন, আন্তঃবিভাগ এবং রোগ নির্নয়ের জন্য পরীক্ষা সংক্রান্ত ভর্তির যাবতীয় বিষয়াদি আধুনিক তথ্য
প্রযুক্তির মাধ্যমে করা হয়ে থাকে।
৩. রোগীর সাথে আগত আত্মীয়-স্বজনদের হাসপাতালে থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে।
ক্যান্সার বিভাগসমূহ:
১. মেডিকেল ক্যান্সার বিভাগ ২. সার্জিক্যাল ক্যান্সার বিভাগ ৩. রেডিয়েশন ক্যান্সার বিভাগ
৪. ক্যান্সার ব্যাথা ও মুমূর্ষু অবস্থার চিকিৎসা সেবা
KYAMCH কার্ডিয়াক বিভাগ:
KYAMCH কার্ডিয়াক সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একমাত্র কার্ডিয়াক সেন্টার যা রাজধানী শহরের বাইরে অবস্থিত। এই কেন্দ্রে হৃদরোগ বিষয়ক যে কোন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। কার্ডিয়াক সেন্টারের সেবা সমূহ:
১.হৃদরোগ বহিঃবিভাগ
২. হৃদরোগ আন্তঃবিভাগ
৩.হৃদরোগ নিবিড় পরিচর্যাকেন্দ্র (CCU)
৪. হৃদরোগ শল্য চিকিৎসা বিভাগ
৫. হৃদরোগ নির্নয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা যেমন: এনজিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম
হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা সেবা সমূহ সাশ্রয়ী মূল্যে প্রদান করা হয়।
সর্বাধুনিক ডায়াগনস্টিক সেন্টার:
রোগ নির্নয়ের জন্য যাবতীয় পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা এই হাসপাতালে হয়ে থাকে।
রোগ নির্নয় সেবা সমূহঃ
১। ক্লিনিক্যাল ল্যাবরেটরি বিভাগ
ক) বায়োকেমিস্ট্রি শাখা খ) ক্লিনিক্যাল প্যাথলজি শাখা গ) হেমাটলজি শাখা
ঘ)ইমিউনোলজি শাখা ঙ)মাইক্রোবায়োলজি শাখা চ) হিস্টো ও সাইটোপ্যাথলজি শাখা
২। রেডিওলজি বিভাগ:
ক)এক্সরে শাখা খ) সিটি স্ক্যান শাখা (৬৪ স্লাইস) গ)এম.আর.আই শাখা ঘ) ম্যামোগ্রাফি শাখা
৩। ইমেজিং বিভাগ:
ক) হৃদরোগ ইমেজিং শাখা খ)আলট্রামনোগ্রাম শাখা গ)কালার ডপলার শাখা ঘ)স্নায়ু ইমেজিং শাখা(ই.ই.সি ও ই.এম.জি
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ইতিহাসঃ-
* কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০০৩ সালে।
* কলেজের কার্যক্রম শুরু হয় ২০০৫ সালের এপ্রিল মাসে।
* এমবিবিএস প্রথম ব্যাচ ভর্তি হয় ২০০৫ সালের মে মাসে।
* প্রতি ব্যাচের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০ জন।
* দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে।
* এখন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের গড় পাশের হার ৭৫%।
* কলেজে নিয়মিত বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
* প্রতি বছর কলেজ থেকে বনভোজনের আয়োজন করা হয়।
* কলেজে রয়েছে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা এবং প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুধু তাই নয়, এবছর ছাত্র-ছাত্রীরা রাজশাহীতে কেন্দ্রীয়ভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে।
* নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশিত হয়।
ডাক্তারের তালিকা :
1. প্রফেসর (ডাঃ) এম এ হাই
এম.বি.বি.এস, ডি.এম.আর.টি, এফ.সি.পি.এস
প্রধান KYAMCH ক্যান্সার সেন্টার
2. ডাঃ মোঃ আব্দুল বারী
এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
কনসালটেন্ট অনকোলোজিস্ট
KYAMCH ক্যান্সার সেন্টার
3. ডাঃ বিশ্বজিৎ ভট্টাচার্য
এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
কনসালটেন্ট
KYAMCH ক্যান্সার সেন্টার
4. ডাঃ (ক্যাপ্টেন ) আশরাফ উদ্দিন মল্লিক
এম.বি.বি.এস (ঢাবি), পি.এইচ.ডি (জাপান)
কনসালটেন্ট ও প্রধান
ইউরোলজি বিভাগ
5. ডা: শাহীদা বেগম
(এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, এফসিপিএস)
Gynaecologist, Obstretrician
and Laparoscopic surgeon
সহযোগী অধ্যাপক
গাইনোকলোজি বিভাগ
6. ডা: পি. পি. দে
(এমবিবিএস, এম ডি,মেডিসিন বিশেষজ্ঞ,ডায়াবেটিস,
পেডিয়াট্রিক, হরমোন, মেটাবলিক ডিসঅর্ডার) কনসালটেন্ট
ইন্টারনাল মেডিসিন বিভাগ
7. ডা: শেখ সালাহ উদ্দিন আহমেদ
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (মেডিসিন)
সহযোগী অধ্যাপক ও প্রধান
ইন্টারনাল মেডিসিন বিভাগ
8. ডাঃ এস.এম আতিক হাসান খান
এম.বি.বি.এস, ডিডিভি (বি.এস.এম.এম.ইউ)
সহযোগী অধ্যাপক
চর্ম ও ভিডি বিভাগ
9. ডাঃ খান আসাদুজ্জামান
এম.বি.বি.এস,এম.আর.সি.এস (ইউ.কে)
কনসালটেন্ট নিউরোসার্জন
নিউরোসার্জারী বিভাগ
10. ডাঃ মোঃ আব্দুর রশিদ
এম.বি.বি.এস, ডি-অর্থো
সহযোগী অধ্যাপক
অর্থোপেডিক সার্জারী বিভাগ
11. ডাঃ মোঃ সাইফুল ইসলাম
এম.বি.বি.এস, ডি.টি.সি.ডি(ঢাবি), এম.ডি, এফ.এ.সি.সি (আমেরিকা)
সহযোগী অধ্যাপক ও প্রধান
কার্ডিওলজি বিভাগ
12. ডাঃ অসীম কে আর সেনগুপ্তা
এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
জুনিয়র কনসালটেন্ট
KYAMCH ক্যান্সার সেন্টার
13. ডাঃ মুজিবুর রহমান
এম.বি.বি.এস, ডি.এ, এম.সি.পি.এস
ফেলো (ডাব্লিউ.এইচ.ও) কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া এন্ড আই.সি.ইউ
সহযোগী অধ্যাপক ও প্রধান
অ্যানাস্থেলজি বিভাগ
যোগাযোগ:
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
এনায়েতপুর শরীফ, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
ফোন : ৮৮০ ৭৫১ ৬৩৭৬১-৩, ৮৮০ ১৭১৬২৯১৬৮১
ফ্যাক্স: ৮৮০ ৭৫১ ৬৩৮৫৩
ফোন: ৮৮ ০২ ৯৬৬২৬১১-১৪, ৮৮০ ১৭১৬২৯১৬৮০
E-mail:
Web: http://www.kyamch.org
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।