মেয়েকে আগেভাগে পাত্রস্থ করা গেলে তাদের ঘরে খাওয়ার একটি মুখ কমে এবং কম বয়সে মেয়ের বিয়ে দেয়া সম্ভব হলে যৌতুকের পরিমাণ হ্রাস পাবার একটি কুসংস্কার পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে প্রচলিত আছে। এ কারণেই পশ্চিমবঙ্গে অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে দেয়ার প্রবণতা বজায় রয়েছে। কিন্তু এ প্রবণতা যে এত মারাত্মক আকার ধারণ করেছে তা জানা ছিল না। Click This Link জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে প্রতি দু'জনের মধ্যে একজন মেয়েকে ১৮ বছরের আগেই বিয়ে দেয়া হয়। অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের ১৯টি জেলার মধ্যে অপ্রাপ্ত বয়সী মেয়েদের বিয়ের হার সবচেয়ে কম জলপাইগুড়ি জেলায়। বাংলাদেশে এ সংখ্যা কেমন কারো জানা আছে কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।