আমাদের কথা খুঁজে নিন

   

লাল চশমা



বাচ্চাটা আজ বেজায় খুশি। তার চারপাশে আজ সব রম রমে। আশেপাশের মানুষরা যতটা না কর্ম মুখর, তার চেয়ে পিচ্চিটাই পরিবেশটাকে জমিয়ে রেখেছে। আজ সবার মধ্যমণি সে। ছোট চাচুর দেয়া লাল চসমা পড়ে সেই সকাল থেকে টো টো করছে।

লাল চসমাটার জন্য তার পরিমন্ডলটাও আরো বর্নিল হয়ে উঠেছে তার কাছে। সবই আজ আনন্দের, নাই কোন বকুনি। খেলা, ফুর্তি, লম্ফ-ঝম্প, বন্ধু, হই-হুল্লর, আরো কতকি। এমনি থাকবে যেন। ... ... ... ... দেখতেই ভালই লাগে।

আহ! যদি সেইদিন গুলোতে ফেরত যেতে পারতাম! কিন্তু কেনো? ... ... ... যেই বাস্তবতা সর্স্পকে এ শিশুটি অজ্ঞাত, তা আমার জীবন থেকে সরিয়ে ফেলতে বা ঢেকে দিতেই কি আজ আমরা তার লাল চসমাটা পড়তে চাইছি। দেখতে চাইনা, শুনতেও চাই না আর চারপাশের এই জঞ্জাল। ক্ষুধা, দারিদ্র্য, অত্যাচার-অনাচার, নিপিরন, দুশাসন, শোষণ, অনিয়ম, ... ... ... এগুলতো পুরনো ইসু। এ লিস্ট যেন থামার নয়; দিন দিন তা বড় ও ভয়ানক হচ্ছে। আর সহ্য হয় না।

এবার লাল চস মা পড়েই বসে থাকব। আবার সেই খোরগোশের মত না হয়! যে সিংহের কোবল থেকে নিজেকে না বাচাতে পেরে চোখ বন্ধ করে বসেছিল এই ভেবে যে সিংহ আমাকে দেখতে পাবে না। ... ... ... খোরগোশটা সেদিন বাচতে পারে নি, আমাদের মত লাল চসমাধারিদের পরিণতি না আবার সেই বেচারির মত হয়। লাল চসমা পরে পরিবেশকে তো লাল করতে পারবো না, উলটো পথের কাঁটাগুলো না দেখায় হুঁল ফোঁটাতে হবে পায়ে। ... ... ... সেকি! চসমা তো পড়েই আছি আমরা! হুম্ম ... ... ... আমাদের সারাউন্ডিং এর কোন সমস্যটা নিয়ে আমরা চিন্তিত? কোন অন্যায়ে আমরা বাঁধা দিয়েছি? কাদের পাশে আমরা দাড়িয়েছিলাম যখন তারা পায়নি কোনো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা? নিজের সমস্যা নিয়েই আমরা ওকুপাইড ছিলাম।

আমার জীবন, আমার বাসা, আমার পরিবার, আমার গোষ্ঠী, আমার ক্যারিয়ার, আমার ভবীষ্যত, আমার ... ... ... এই ‘আমি’ কে নিয়ে এত বেস্ত ছিলাম যে, আশে পাশে দুই-চারটা মরে পড়ে থকলেও টের পাই নি। মরে পঁচে গন্ধ বের হলে ব্যবহার করেছি এয়ারফ্রেশ্নার বা গালি দিয়েছি সিটি কর্পোরেশনকে। যতক্ষণ না ‘আমি’ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি কোন টু শব্দও করিনি। চিন্তাও করে দেখিনি যে কাল এটা আমাকেই খাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।