আমি একজন ভালো মানুষ( যতক্ষন তুমি ভালো :) !!)
ওয়েব ডেভেলপ করার মধ্যে কি জানি একটা প্যানিক আছে। আমি এর আগে একটা পোস্ট দিয়েছিলাম আমার একটা ওয়েব নিয়ে। সেটা ছিল পুরোটাই হ্যান্ডমেইড। একটা একটা করে পেইজ বানিয়ে।
এবার একটা মেগা আপডেট হল।
জুমলা, পি এইচ পি বি বি, আর ওয়ার্ডপ্রেসের কম্বিনেশনে একটা ওয়েব ডেভেলপ করেছি। এটার লিংক, http://dewsworld.x10.mx/
বেসিক্যালি এটা একটা প্রোগ্রামিং রিলেটেড ওয়েব। একদম বিগেনারদের জন্য। একদম শুরুথেকে সবকিছু আলোচনা করেছি। আর পুরো ওয়েবটা একেবারে বাংলায়।
এখন আপাতত শুধু সি ল্যাঙ্গুয়েজের উপর লেখা হয়েছে। সামনে আস্তে আস্তে পি এইচ পি আর সি# নিয়ে আসব একেবারে বাংলায়। যারা এই পোস্টটা পড়লেন তারা একবার ওয়েবটা দেখে যেয়েন।
আপডেটঃ উপরের লিংকটা এখন আর কাজ করে না, তার বদলে এটা দেখতে পারেন, প্রোগ্রামিং টিউটোরিয়াল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।