প্রিয় বন্ধুরা । সবাই কেমন আছেন । আশা করি ভাল । আজ আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম । আমাদের আজকের আলোচ্য বিষয় হল " IF statement" এর বিস্তারিত ।
এর মাধ্যমে আমরা কী কী করতে পারি প্রভৃতি ।
IF statement : IF statement হল কোন যুক্তি বা সিদ্ধান্ত গ্রহনের মাধ্যম । IF statement এর মাধ্যমে বলা হয় যে যদি এইটা সত্য হয় তবে সেটা কর , যদি না হয় তবে অন্যটা করো এ জাতীয় কমান্ড । উদাহরণ দিলে বিষয় টা আরও ক্লিয়ার হবে :
এখানে প্রথমে n ইনপুট নেওয়া হয়েছে । তারপর বলা হয়েছে যদি n ০ এর থেকে ছোট হয় তবে প্রিন্ট করো ( " The absolute value of", n, "is", -n" ) ।
অর্থাত, n এর ইনপুট যদি ঋণাত্মক হয় তবে (-n) প্রিন্ট করুন । কারণ -*- = + । অ্যবসলিউট ভ্যালু সব সময় ধনাত্মক হয় । আবার পরে বলা আছে যে যদি অন্যকিছু হয় তাহলে শুধু n এর ইনপুটকৃত মান প্রিন্ট করুন । অন্যকিছু বলতে সংখ্য ২ রকম ।
ধনাত্মক ও ঋণাত্মক । ঋণাত্মক না হলে তো ধনাত্মক হবেই ।
আরেকটা ছোট্ট উদাহরণ :
এখানে আমরা নাম ইনপুট নিয়ে পাইথনকে বলেছি যে যদি ইনপুটকৃত নাম হয় Arpita, তাহলে That is a nice name লেখাটি প্রিন্ট করো । তা না হলে নামটা যদি হয় Apu, তাহলে Thats funny name লেখাটি প্রিন্ট করো । তা না হলে নামটা যদি হয় Prodip, তাহলে Thats a beautiful name লেখাটি প্রিন্ট করো ।
অন্যকিছু হলে You have a nice name লেখাটি প্রিন্ট করো ।
অর্থাত এখানে আমরা শুধু IF statement না, আরও পেলাম elif statement এবং else statement । এদের অর্থটাও আশা করি বুঝেছেন । না বুঝলে আমি বলছি :
if : যদি এইটা হয় তবে ঐটা কর
elif : যদি if সত্য না হয়ে এই টা সত্য হয় তবে ঐটা কর(if না থাকলে elif আসবে না । )
else :যদি উপোরোক্ত কোনটি সত্য না হয় তবে এই টা কর (if না থাকলে else ও আসবে না ।
)
এখন আমি আপনাদের While loop ও if statement একসাথে ব্যবহার করা দেখাব। নিচে আমি While loop ও if statement একসাথে ব্যবহার করে অনেকগুলো সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রামটা দেখাচ্ছি :
এখানে আমি প্রথমে count ,sum ,number নামে ৩ টি ভ্যারিয়েবল নিয়েছি এবং তাদের মান দিয়েছি । মানের বিষয়ে একটু পরে আসছি । এরপর আমরা প্রিন্ট করেছি যে প্রোগ্রমটি শেষ করার জন্য বা গড় এর ফল বের করার জন্য ০ চাপুন । সেই কথা মত আমরা পাইথনকে বলেছি যে যতক্ষণ না number এ ০ ইনপুট দেয় ততক্ষণ প্রোগ্রামটি চালিয়ে যেতে ।
number এর মান ০ ব্যাতিত যেকোন সংখ্য নিন । এরপর বলেছি যে যদি number এর ইনপুট ০ এর সমান না হয় তবে count এর সাথে ১ করে যোগ করে হিসেব রাখতে । যেমন ০ + ১ = ১ , ১ + ১ =২ । এভাবে count এর মান বাড়তে থাকবে । কাউন্ট ০ ছাড়া অন্য কিছু নেওয় যাবে না এই কারণে ।
কারণ গড়ের ক্ষেত্রে count বলতে বোঝাচ্ছে মোট কতগুলো সংখ্যা যোগ হল । ০ থেকে না নিলে গড়ে ভাগ এর সময় ভাজক একটি বেশী হয়ে যাবে । এরপর sum = sum + number , দ্বারা বলা হয়েছে sum এর ফিক্সড মান ছিল ০ । এখন ০ এর সাথে ১ম ইনপুট যোগ কর । তরপর সেটা হবে পুরান sum ।
তার সাথে আবার ইনপুট যোগ কর । যেমন - ০(পুরাতন sum)+১২ = ১২ (নতুন sum ) , ১২(পুরাতন sum) + ৪ = ১৬(নতুন sum), ১৬(পুরাতন sum) + ২ = ১৮(নতুন sum) । এভাবে চলতে থাকবে । শেষে বলা হয়েছে যে যদি ইনপুট হয় ০ তাহলে sum কে মোট count দ্বারা ভাগ করে ফলাফল প্রিন্ট করো । এখানে মোট কাউন্ট হয়েছে ৩ ।
আর মোট সাম ১৮ । অতএব গড় হবে ১৮ / ৩ = ৬ ।
এবার আপনাদের জন্য একটি ছোট্ট প্রোগ্রাম লিখে আজকে বিদায় নেব । এটি সলভ করার দায়িত্ব আপনাদের । আশা করি পারবেন ।
না পারলে বলবেন । যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।