পত্রিকার বিজ্ঞাপনে একটা অফার দেখেছিলাম যে, এক বছর মেয়াদি ESET SMART SECURITY 4 কিনলে দুই বছরের লাইসেন্স দেয়া হবে। কেনার ইচ্ছা ছিল কিন্তু নাফিস ইফতেখার ভাইয়ের তরিকা অবলম্বন করে বিনা পয়সায় ইসেট ব্যবহার করতে করতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কী দরকার ১১০০ টাকা দিয়ে এন্টি ভাইরাস কেনার। সত্যিকার অর্থেই ইসেটের প্রোডাক্ট চমৎকার। আমি ব্যক্তিগতভাবে নড ৩২ বা ইসেট স্মার্ট সিকিউরিটির মত ভাল এন্টি ভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি আর পাইনি।
ইসেটের প্রোডাক্ট ব্যবহার করে যারপরনাই সন্তুষ্ট ছিলাম। কিন্তু টাকা দিয়ে কেনা অরিজিনাল জিনিস নিশ্চয়ই আরও ভাল হবে। ফ্রি-এর মজা পেয়ে আর আলসেমি করেই কেনা হচ্ছিল না। কিছুদিন ধরে ইসেটের ইউজারনেম পাসওয়ার্ড নিয়েও সমস্যা হচ্ছিল। তারপরও ব্লগে এবং গুগলে সার্চ দিয়ে বিনা পয়সায় এটা ব্যবহার করার নানা তরিকা পেলাম।
তারপরও ভাবলাম এত ভাল একটা প্রোডাক্ট টাকা দিয়ে কিনেই ব্যবহার করা উচিৎ। যাই হোক, ০৫ই সেপ্টেম্বর ছিল এক বছরের টাকায় দুই বছরের লাইসেন্সের ইসেট স্মার্ট সিকিউরিটি বিক্রির শেষ দিন। কিন্তু ভাগ্যক্রমে বাসার কাছের মেট্রো শপিং মলে সেই অফারের এক পিস পেয়ে গেলাম। আজ সকালে কিনে এনে ইনস্টল করলাম। পিসিতে একবার ক্যাসপারস্কি ইনস্টল করেছিলাম।
সেটা মুছতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছিল। টেক লাইনে বিশেষ-অজ্ঞ হওয়ার কারণে ESET SMART SECURITY ইনস্টল করার চেয়ে KASPERSKY মুছতেই বেশি সময় লেগে গেল। তবে যাই বলেন না কেন, আসল জিনিস ইনস্টল করে হেভি আরাম পাইতেসি। একটা শান্তি শান্তি ভাব আসতেসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।