আমাদের কথা খুঁজে নিন

   

৪০ বছরের মধ্যে যিশু ফিরবেন

আমি একজন ফ্রিল্যান্সার। আমি বাংলাদেশর সকল বেকারদে উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু লিখতে চাই।

আমেরিকান তরুণদের অর্ধেকের বিশ্বাস ৪০ বছরের মধ্যে ফিরে আসবেন যিশু। পৃথিবীর বুকে আবার পা রাখবেন তিনি। ফিরবেন তাঁর অসংখ্য ভক্তের মাঝে।

ছড়িয়ে দেবেন শান্তির বাণী। আমেরিকান তরুণদের প্রায় অর্ধেকই বিশ্বাস করে এ কথায়। ওয়াশিংটনের পিউ রিসার্স সেন্টার পরিচালিত জরিপে দেখা যায়, প্রতি ১০ আমেরিকান তরুণের চারজনই বিশ্বাস করে, ২০৫০ সালের মধ্যে যিশু ফিরে আসবেন। তবে বেশিরভাগ আমেরিকানই দ্বিতীয় বার যিশুর আগমনের বিষয়টি বিশ্বাস করে না। ডেভিড সিলভারম্যান তাদেরই একজন।

তিনি ‘আমেরিকান অ্যাথিস্ট’ গ্রুপের মুখপাত্র। তিনি তরুণদের এই বিশ্বাসের জন্য দুর্বল শিক্ষাদীক্ষা এবং অজ্ঞতাকে দায়ী করেন। সিলভারম্যান বলেন, ‘এই জরিপের ফল প্রমাণ করে লোকজন কতটা অজ্ঞ। আর আমাদের শিক্ষা ব্যবস্থা যুক্তিপূর্ণ চেতনা বিকাশের শিক্ষাদানে কতটা পিছিয়ে। ’ তাঁর মতে, যিশুর ফিরে আসার ব্যাপারে এত লোকের বিশ্বাস সত্যি নাও হতে পারে।

কারণ কিছু লোক ধর্মে বিশ্বাস না করলেও মুখে বিশ্বাসের কথা বলে। আগামীতে এ হার কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। ‘আমরা ধর্মভিত্তিক সমাজ অপেক্ষা মগজধোলাই হওয়া জাতি’ মন্তব্য করেন তিনি। ২১ থেকে ২৬ বছর বয়সী প্রায় এক হাজার ৬০০ আমেরিকান জরিপে অংশ নেয়। আমেরিকার তরুণদের এ রকম বিশ্বাস দেখা গেলেও ব্রিটেনে ভিন্ন চিত্র দেখা যায়।

সর্বশেষ ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচ্যুড সার্ভে’র প্রতিবেদনে ধর্মে অবিশ্বাসী ব্রিটিশদের সংখ্যা বেড়েছে। দেশটির দুই-তৃতীয়াংশ কিশোর-কিশোরী সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।