আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ক্রোমে ফন্ট গায়েব! টেকিরা কোথায় আছেন!!

সত্যই সুন্দর, সুন্দরই সত্য- জন কীট্স
উইনডোজ এক্সপি এবং উবুন্টু ১০.০৪ দু'টো অপারেটিং সিস্টেমেই গুগল ক্রোম ব্রাউজারে একটা কমন সমস্যার সম্মুখীন হয়েছি, ফন্ট গায়েব হয়ে যাওয়া। সামহোয়ারইন ব্লগে প্রকাশিত একটি পোস্টের দু'টি স্ক্রিণশট দিচ্ছি আমি, একটি ক্রোম হতে অন্যটি ফায়ার ফক্স হতে নেওয়া। আর স্ক্রিণশট দুটোই নেয়া হয়েছে উইনডোজ এক্সপিতে চালানো উপরোল্লেখিত দু'টি ব্রাউজার হতে। এটি ফায়ার ফক্সের স্ক্রিণশট। এটি ক্রোমের স্ক্রিণশট।

কিছু খেয়াল করেছেন? হ্যাঁ, যেসব পোস্টে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা হয়েছে ক্রোমে সেই পোস্টের ইংরেজি ফন্টগুলো গায়েব গয়ে গেছে। কেন? ক্রোমকে বাংলা দেখার উপযোগী করার জন্য আমি Settings>Options>Under the Hood>Web Content>Change Fonts and Language Settings থেকে Sans-Serif font ফ্যামিলিতে SolaimanLipi সাইজ 16 সিলেক্ট করেছি। তো এরপর ক্রোম দিয়ে সামুসহ অন্যান্য ইউনিকোড ভিত্তিক সাইটে বাংলা দেখতে বাংলা ফন্টের সাইজ নিয়ে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু উপরের স্ক্রিণশটের মতো বাংলার পাশাপাশি লেখা ইংরেজি ফন্ট গায়েব হয়ে যাচ্ছে! তবে এরপরও ক্রোম দিয়ে ফেসবুকে লেখা বাংলা স্টাটাস মেসেজ এবং কমেন্ট রিপ্লাই মেসেজ যার ফন্ট সাইজ অপেক্ষাকৃত ছোট, সঠিকভাবে রেনডার হচ্ছে না, একটার ওপর একটা ভেঙ্গে যায়। বিশেষত উবুন্টু ক্রোমিয়ামে এই সমস্যা বেশী লক্ষ্য করেছি।

এই সমস্যা থেকে পরিত্রানের উপায় কী?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.