দীর্ঘ দিনের স্বপ্ন লালন করে; স্বপ্নকে সাথী করে আমরা ক’জন
স্বপ্নবাজ তরুণ “সুন্দর স্বদেশের প্রত্যয়ে - আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন
দেখাই” এই শ্লোগান সামনে রেখে তারুণ্যের স্বপ্নে সুন্দর বুনন
করতেই আমাদের এই স্বপ্নালোকে যাত্রা; তাই’ই হয়ত আমরা
স্বপ্নযাত্রী। এই সংখ্যাটা শুধু মাত্র ভাঁজপত্র হিসেবে আত্মপ্রকাশ করল।
কারন স্বপ্নযাত্রী ম্যাগাজিনটা সত্যিই আমাদের স্বপ্নের মত করে বের
করতে একটু সময় লাগাটা মনে হয় দোষের কিছু নয়। আর আমরা
ব্রেক কষে কষে অনিয়মিত ভাবে প্রকাশনায় অথবা মাঝ পথে থেমে
যাওয়ার একেবারেই পক্ষপাতি নই। তাই সুন্দর একটা যানযট মুক্ত
রাস্তায় না এসে পৌঁছা পর্যন্ত ভাঁজপত্রই বের হবে স্বপ্নযাত্রী
ম্যাগাজিনের বদলে।
আশা করব প্রিয় পাঠকরা ধৈর্য্য ধরে আমাদের
সহযোগীতা করবেন। স্বপ্নের পথে বাঁধা অনেক। তবুও আমরা সমস্ত
প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা ঠেলে-ঠুলে গা ঝাড়া দিয়ে উঠে আসতে
পেরেছি তাই বোধ করি আমরাও ছোট্ট একটা শুভেচ্ছা পাওয়ার
ভাগীদার। মজার মজার আর সুন্দর সব বিষয় নিয়ে প্রকাশিত হতে
যাচ্ছে সম্পূর্ণ তারুণ্য দীপ্ত ম্যাগাজিন স্বপ্নযাত্রী। যদিও এটাকে
পরীক্ষা মূলক সংখ্যাও বলতে পারেন।
তারুণ্যের স্বপ্নে সুন্দর বুনে
দেয়াই স্বপ্নযাত্রী’র পরিকল্পনা। আপনাদের লেখা হতে শুরু করে সব
ধরনের সহযোগীতা আশা করছি । সবার মঙ্গল আর সুস্বাস্থ্য কামনা
করি সবসময়। ভাল থাকবেন নিরন্তর। সব ধরনের স্বপ্ন ভাগাভাগি
করতে, জানতে এবং জানাতে অথবা সদস্য হতে চাইলে যোগাযোগ
করুন আমাদের সাথে।
আমরা বসে আছি স্বপ্নের সাথে স্বপ্ন মিলিয়ি
আকাশ ছুঁতে। সুতরাং দেরি নয় কিন্তু।
যোগাযোগ : ফরিদ উদ্দিন মোহাম্মদ, সম্পাদক, স্বপ্নযাত্রী
০১৮১৮০০১১৫১
E-mail :
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।