আমাদের কথা খুঁজে নিন

   

পরামর্শ চাই,পরামর্শ দিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন



মাত্রই ফাইনাল প্রফ শেষ করলাম,পরীক্ষা শেষে বান্ধবী জোরপূর্বক বসুন্ধরায় নিয়া এক্সটেসিতে ঢুকায়ে দিল,কয় চয়েজ করো!আঃমর জালা যেইটাই গায়ে তুলি এক্সটেসির পোলাপানরা কয়-বিয়াপক মানাইছে বস!জশিলা লাগতেছে!শেষে ট্রায়াল রুম থেকে যখন খালি সেন্ডো গেন্জি পইড়া বের হইলাম তখনো ওরা কয় সেইম কথা।যাইহোক বহুত দেইখা শুইনা বান্ধবীর কথামতো ২টা শার্ট *চয়েজ* করলাম।মোহতারেমা বিল পে করার সময় আচমকা উদাসীন হইয়া গেলাম যদিও আমার অক্ষিযুগল তাহার টাকা প্রদানের উপর সতর্ক দৃষ্টি রাখছিল।শালার এক্সটেসি!২টা শার্টের দাম রাখছে ২৫০০ টাকাযদিও টাকা প্রদানে আমার বিন্দুমাত্র অবদান ছিলনা তারপরো আড়াই হাজার টাকা বইলা কথা!যাইহোক,ভালবাসার খাতিরে তারেওতো আমার কিছু দেয়া উচিত,কি কন?কিন্তু বিশ্বাস করেন তখন আমার মানিবেগে ছিল ২৩ টাকা,১টা সৌদি রিয়াল,ভোটার আইডি আর গোটা পনের ডাক্তারের ভিজিটিং কার্ড!বুঝেন অবস্থা,বসুন্ধরা থেকে বাইর হইয়া তারে নিয়া গেলাম শাহবাগে আর হাতে ধরায়ে দিলাম একতোড়া কাঠালীচাপা!বাসায় আইসা মনটা খচ্‌খচ্‌ করতেছে,ঈদতো চইলা আসতেছে,তারেতো কিছু দেয়া উচিত!মনে পড়লো,পরীক্ষার আগে কইছিল তার একখানা মোবাইল কেনা দরকার!এখনকার ফোনে নাকি অপেরায় ঢোকা যায়না,তা যাবে কেমনে?সে ইউজ করে আমার নোকিয়া ১২০০ আর আমি তার নোকিয়া ৬৩০০!ভাবতেছি ১খানা ভাল সেট কিনা দিমু কিনা?টাকা ১৪০০০ রেডি আছে,এখন আপনাগো পরামর্শ পাইলে কালকেই মার্কেটে যাবতো এখন পরামর্শ দেয়া শুরু করেন..........। *বিশেষ দ্রস্টবয-ভাষা গুরুচন্ডালী দোষে দুষ্ট!আপনারা কেউ বাংলা একাডেমীর গবেষক নন্‌ আর আমিও বাংলা সাহিতেযর ছাত্র না,এই ভরসাতেই লিখলাম,বাকিটা আপনাদের বিবেচনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.