zahidmedia@gmail.com
দেশে বড় ধরনের বিপর্যয় না হলে বিদ্যুৎ যায় না মন্ত্রীপাড়ায়। তীব্র লোডশেডিংয়ে জনজীবন যখন অতিষ্ঠ, তখন দুর্ভোগের ছিটেফোটাও থাকে না ভিআইপি এলাকায়। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছলেও মন্ত্রীদের তা স্পর্শ করে না। তবে এবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নয়া ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান শোনালেন ভিন্ন কথা। রোববার সকালে এমডি হিসেবে যোগদানের প্রথম দিনেই তিনি ফোকাস বাংলা নিউজের সঙ্গে একান্ত সক্ষাৎকারে বলেন, গ্রাহক সেবা বাড়াতে বিদ্যুতের সুষম বন্টন করা হবে।
কোথাও বিদ্যুৎ থাকবে আর কোথাও থাকবে না- তা মেনে নেয় যায় না। এখন থেকে সব এলাকায় সমান ভাবে লোডশেডিং দেয়া হবে। প্রয়োজনে মন্ত্রীপাড়ায়ও লোডশেডিং দেয়া হবে। গ্রাহক সেবা বাড়াতে সব ধরনের পদপে নেয়া হবে। বিদ্যুৎ সেবা বাড়াতে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণসহ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিস্তারিত দেখুন ফোকাস বাংলা নিউজে -www.focusbangla.com.bd
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।