আমাদের কথা খুঁজে নিন

   

পাবত্য এলাকাসহ সারাদেশে তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরী ।



-------------------------------------------------------------------------------- আমাদের দেশ খাদ্য উৎপাদনে এখনো পুরোপুরি স্বয়ংসম্পূর্ন নয়। এমতাবস্থায় ফসলী জমিতে তামাক চাষ খাদ্য ঘাটতিকে আরো ব্যাপক করে তুলছে। ফসলী জমি নষ্ট করার পাশাপাশি তামাক পোড়ানোর কাজে দেশের গাছ কেটে সংরক্ষিত বনাঞ্চল নষ্ট করে যে ধবংশযজ্ঞ চালানো হচ্ছে তা কোনভাবেই জনসমর্থন পাবার যোগ্য নয়। তামাক কোম্পানীর এ ধরনের কার্যক্রম পাহাড়ী এলাকায় ভূমি ধ্বসেরও অন্যতম কারণ। সরকার জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু তামাক কোম্পানীগুলো ফসলী জমিতে তামাক চাষ করে স্বাস্থ্যহানীকর অপ্রয়োজনীয় ও নেশা দ্রব্য উৎপাদন এবং খাদ্য ঘাটতি সৃষ্টিতে সহায়ক পরিস্থিতির সৃস্টি করছে। এ ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।