কোন প্রহারে কোন প্রহরে ভাঙল আমার নিরবতা।
কোন আষাঢ়ে কোন পাথারে ভাসল আমার সকল কথা।
এরপর.............................
কত কিছুই হয়ে যায়,বদলে যায় দিনক্ষন,
অনুভুতি গুলো পুরনো হয়ে যায়,
নির্জীবতায় ছেয়ে আছে চারপাশ,
কোলাহল আছে তবুও কিসের যেন শূন্যতা।
ভাঙা ডানায় লাগে তীক্ষ্ন হাওয়া,তিরতির কাঁপে পলক,
দৃষ্টি পড়ে রয় পত্রঝরার কালে,
"আজকে"মাড়িয়ে চলে যায় অপারগতা,
আগামীকালের জন্য রেখে যায় দুঃসহ স্মৃতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।