অনেক দিন পর আবার পোস্ট করছি, কেমন আছেন আপনারা সবাই? আমিতো জানি আপনারা ভাল থাকেন কিন্তু আমি এতদিন ভালো ছিলাম না। Samsung Galaxy S Duos (GT S7562) কেনার ১ মাস পর Root করলাম তারপর Internal Storage বাড়ানোর চক্করে Phone Brick করে ফেলেছিলাম মজার বিষয় হলো কোন খরচ ছাড়াই কেয়ার সেন্টার থেকে ঠিক করলাম এখন আমার মোবাইলও ঠিক, আমিও ঠিক!
আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার অল্প বয়সের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার সেরা গেম। গেমটা খেলে আমি অনেক মজা পেয়েছি আশা করি আপনারাও মজা পাবেন। গেমটির নাম Rayman Jungle Run। গেমটি আমি আগে পিসি তে খেলেছিলাম পরে সার্চ করে অ্যান্ড্রয়েডের জন্য বের করলাম।
অনেক কষ্ট হয়েছিল গেমটি ডাউনলোড করতে।
যাই হোক আপনাদের বুঝার জন্য কিছ স্ক্রীনশট দিলাম।
অনেক গুলো Character আছে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন।
গেমটিতে অনেক গুলো লেভেল আছে এবং আস্তে আস্তে কঠিন হয়।
গেমটির যা ভালো লেগেছেঃ
আমার প্রিয় গেম কিন্তু তারপরও কিছু জিনিস একটু বেশি ভালো লাগে,
১।
চরম মজার সাউন্ড
২। গেমটির গ্রাফিক্স দেখার মতো (৫/৫)
৩। কন্ট্রোল অনেক সহজ (অন্যান্য টাচ গেমের তুলনায়)
৪। বেশি System Config দরকার নেই
যা ভালো লাগেনিঃ
১। গেমটির শেষের কিছ লেভেল এমন কঠিন! না পারলে মন চায় মোবাইল ভাঙ্গি
২।
সাইজ ২০০ এমবি+ কিন্তু আমি দিচ্ছি ৯৩ এমবি তে (Extract করার পর বারবে, এটা কার জন্য ভালো, কারো জন্য খারাপ)
এখন ভালো লাগলে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
ডাউনলোড (Download)।
ইন্সটল করার নিয়মঃ
১। প্রথমে আপনার পিসিতে ডাউনলোড কৃত ফাইলটি 7Zip/Winrar দিয়ে Extract করুন।
২।
ভেতরে com.pastagames.ro1mobile নামে একটা Zip ফাইল আছে সেটাও Extract করুন।
৩। এবার যে ফাইলটি মাত্র বের করলেন সেটা কপি করে আপনার মোবাইলের sd card/ android/ data ফোল্ডারে পেস্ট করুন।
৪। এবার 7zip থেকে বের করা APK ফাইলটি ইন্সটল করুন।
না পারলে মন্তব্যে জিজ্ঞেস করুন।
ধন্যবাদ কষ্ট করে পরার জন্য আমি বরাবরই ভুল করি তাই দয়া করে মাফ করে দিবেন আর কোন সমস্যা হলে মন্তব্যে জানান অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন।
ফেসবুকে আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।