I am a disciplined man !
ড.পার্থ চট্টোপাধ্যায়ের এই বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছে। বেশ ভলো লেগেছে তাই সব বন্ধুদের জন্য বইয়ের চুম্বক অংশ তুলে দিলাম.........
* উথ্থান -পতন নিয়েই মানুষের জীবন, এটাই জীবনের চরম পরীক্ষা।
* ব্যর্থতার সিড়ি বেঁয়েই সাফল্যের দুয়ারে পৌঁছতে হয়।
* নিস্ব যুবক ক্লাইভ ভারতে এসে নিজ চেষ্টা এবং পরিশ্রমের বলে হয়েছিলেন 'ব্যারন অব পলাশী' পরে তিনি পেলেন নাইট উপাধি এবং পার্লামেন্টের সদস্য হওয়ার গৌরব।
* কবি ভারত চন্দ্র বলেছেন-
যে মাটিতে পড়ে লোকে
সেই মাটি ধরে ওঠে।
* স্যর উইনস্টন চার্চিল ১৯১৪ সালে ছিলেন রয়্যাল নেভির দায়িত্বে। নিজ চেষ্টায় পরবর্তীতে তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী।
* আইনস্টাইনের পিএইপডি থিসিস দুবার প্রত্যাখ্যাত হলেও তিনি নিজের গবেষণা থেকে বিচ্যুত হন নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।