মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
আশা করি ভালো আছেন সবাই।
ও ভাইজানরা আমাকে কি একটু সাহায্য করা যায়?
আমি জুমলা নিয়ে কাজ করছি, নতুন হওয়াতে এখানে বেশ কিছু সমস্যার সম্মূখিন হচ্ছি। এখন যে সমস্যা বড় বলে মনে হচ্ছে, তা হলো পজিশন। জুমলার টেমপ্লেকে কিভাবে আমার ইচ্ছামত পজিশন তৈরী করতে পারব। যেমন ব্যানারের উপরের অংশে লাইভ টাইম সেট করার জন্য একটা পজিশন তৈরী করব বা ফ্রন্টপেইজের ব্যানারের নিচে একটা পজিশন তৈরী করতে চাচ্ছি ফটো গ্যালারির জন্য।
আপনাদের মন্তব্যের আশায় আছি।
ভালো থাকবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।