আমার অপলক দীর্ঘদৃষ্টি তোমাকে বড় বিব্রত করে
আমি তা জানি, তোমার এ দুপুর-বয়সী মাঝরাত্তিরে
তোমাকে আবার ঘুঙ্গুর-পরা কিশোরী করে তোলে;
আমার অপলক দীর্ঘদৃষ্টি
তোমাকে তোমার সঙ্গম থেকে তোলে নেয়,
তোমাকে তোমার সিজদা থেকে তোলে নয়,
তোমাকে সিঞ্চিত করে সিঞ্চিত করে,,,
আমার অপলক দীর্ঘদৃষ্টি,,,
আমি জানি
শধু হেরে যেতে যত ভয় তোমার হারানোর ভয় নাই,
এই যে আমি দেখছি তোমায় হাজার বছর অষ্টপ্রহর
আমি আর তোমায় কত্তটা দেখতে পাই,,,,,,,,,,,,,,,?
আমার অপলক দীর্ঘদৃষ্টি তোমাকে শুধু বঞ্চিত করে, বঞ্চিত করে,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।