আমাদের কথা খুঁজে নিন

   

০৯/০৯/১০ (ইং) রোজ বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাবে (?)

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
সরকার কি তাহলে কনফার্ম যে, ০৯/০৯/১০ (ইং) রোজ বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাবে। যদি বৃহস্পতিবার চাঁদ দেখা না যায় তা হলে শনিবার ঈদ। রবিবার ঈদ হওয়ার কোন সম্ভবনা নাই কারন রোজা ৩০টার বেশী হতে পারেনা সে ক্ষেত্রে ঈদের পরের দিন অফিস করতে হবে। আবার রোজা ২৮ টা না হওয়াই স্বাভাবিক কাজেই বলা যায় সরকার ২৯ টা রোজা হিসাব করেই ছুটি দিয়াছেন।

সরকারী ছুটি তিন(৩) দিন বৃহস্পতি থেকে শুর। তিন দিন এর মধ্যে শুক্র, শনি স্বাভাবিক সাপ্তাহীক ছুটি। অর্থাৎ সরকার এবার মাছের তেলে মাছ ভাজার ব্যবস্থা করছেন, তাতে একটা রোজা কম হলে কি যায় আসে। কাজেই সরকারী ছুটির হিসাব অনুযায়ী বৃহস্পতিবার চাঁদ দেখা যাবে। ঈদের ছুটি হিসাবে ৩ দিন কবে কে নির্ধারন করেছিল জানিনা, তবে বর্তমানে এই ছুটি বর্ধিত করা একান্ত প্রয়োজন বলে মনে করি।

হেন-তেন দিবসের ছুটি বাদ দিয়ে বাৎসরিক ছুটির হিসাবে ঈদের ছুটির সাথে আরও ২ দিন যোগ করা উচিত। এই দেশে ৯৫% মুসলিম, প্রতিটি পরিবার বছরে অন্তত একবার ঈদ'কে কেন্দ্র করে একত্রিত হয় যা আমাদের পরিবার, সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধকে অত্যান্ত দৃঢ় করে। কিন্তু অপর্যাপ্ত ব্যবস্থাপনা, ঢাকা কেন্দ্রীক কর্মসংস্থান, অপর্যাপ্ত সড়ক এমনি বিভিন্ন কারনে ঈদে বাড়ী ফেরার প্রতি আগ্রহ হারাচ্ছে অনেকে। আর যারা কোন ভাবেই একত্রে ঈদ পালনের মজা থেকে নিজেকে বঞ্চিত করতে চান না তারা বৃহস্পতিবার রাতেই বেরিয়ে পড়বেন। একইরাতে পুরো যেন পুরো ঢাকা খালি হতে যাচ্ছে।

লঞ্চ, স্টীমার সবখানে উপচে পড়া ভিড়, ৬ ঘন্টার রাস্তা ১৮ ঘন্টায় পাড়ি দিয়ে ৬ ঘন্টা পর ঈদ, শরীরটা আর পেরে ওঠেনা মনের সাথে। মনে ঈদের আনন্দ আসতেই হবে, প্রিয় মুখগুলো যে তখন পাশেই থাকে। বি.দ্র.: কিছুক্ষন আগে পোষ্ট করেছিলাম কিন্তু তথ্য বিভ্রাট ছিল। কয়েকজন ব্লগার বন্ধূ ভুল ধরিয়ে দেওয়াই ড্রাফট করে ভূল সংশোধন করে পোষ্ট করলাম।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।