আমাদের কথা খুঁজে নিন

   

মামলাটিও শেষ করে যেতে পারলো না। ঘাতকদের শাস্তিতো দুরের কথা!



কিছু কিছু কথা লিখতে গিয়ে শরীরটা রাগে কাপতে থাকে। চোখ ভিজে যায়! দেশে থাকতে সভা সমিতি, আড্ডায় কথা বলতাম, শত শত লোকের সমস্যা সমাধান করতে না পারলেও শুনতে চেষ্টা করতাম, সমস্যার মধ্যে থাকতে থাকতে গা সওয়া হয়ে গেছিল বোধ হয়। আর এ প্রবাসে সে সুযোগ নেই বললেই চলে, মাঝে মাঝে দুধের সাধ ঘোলে মেটাতে হয়। তাই ফেসবুক/ব্লগে লিখে নিজেকে কিছুটা হালকা করার চেষ্টা! যে কথা লিখতে গিয়ে এ ভুমিকা সেটা পড়তে প্লিজ নীচের লিংক ক্লিক করুন। একটা সরকার পাচটি বছর পার করে দিল কিন্তু সেই ভয়াবহ ২১ আগষ্টের গ্রেনেড হামলার মামলাটিও শেষ করে যেতে পারলো না।

ঘাতকদের শাস্তিতো দুরের কথা! এর চেয়ে দুঃখজনক ব্যার্থতা আর কি হতে পারে! আমি জানি এরকম অনুভূতি স্বামী, সন্তান, মা, বাবা হারা প্রতিটা পরিবারেই একই রকম, তবুও এটা পড়ুন এবং রাজনীতির উর্ধে উঠে একটু ভাবুন প্লীজঃ ‘দুপুরের খাবার টেবিলে ইলিশ মাছ, বেগুন ভাজি আর ডাল ছিল। কিন্তু কাঁটা বাছতে সময় লাগবে বলে সে মাছ খেল না। বলল, নেত্রীর সভা আছে। এখনই যেতে হবে। রাতে এসে খাব।

কিন্তু আর সে ফিরে আসেনি। এখন আর আমি মাছ খেতে পারি না। ’ কথাগুলো বলেই কাঁদতে শুরু করেন শামীমা আক্তার। তাঁর স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল মাহবুবুর রশীদ ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

সেই থেকে দুই ছেলেকে নিয়ে শুরু হয় শামীমার নতুন সংগ্রাম। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।