আমাদের দেশসহ অনেক মুসলিম দেশে সব ধনীরা যাকাত আদায় করেন না। আবার যারা আদায় করেন, তারাও অপরিকল্পত এবং নীতিবহির্ভূত পন্থায় আদায় করার ফলে সাময়িকভাবে কিছু দরিদ্র লোকের উপকার হলেও স্থায়ীভাবে দারিদ্র বিমোচনে সমাজে এর কোন প্রভাব দেখা যায় না।
আমাদের দেশে কোন কোন বিত্তবান ডাক-ঢোল পিটিয়ে, দিন তারিখ ঘোষণা করে যাকাত দেন, পত্রিকায় ফলাও করে ছবি ছাপান।শিশু-নারী-বৃদ্ধা নির্বিশেষে অসহায় দরিদ্র আদম সন্তান ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যায়। এই অমানবিক জঘন্য মনোবৃত্তি ও পদ্ধতি অবশ্যই পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, এ যাকাত গরিবদের উপর ধনীদের অনুদান বা দয়া নয়, বরং আল্লাহতায়ালা ও রাসুলে করিম সা. এর পক্ষ থেকে নির্ধারণ করা হক। এই হক যথাযথ ভাবে আদায় করলে মুসলিম সমাজে বৈষম্যের পাহাড় এত উচু হত না। দেখা দিত না "সাততলা আর গাছতলার" ব্যবধান। তাই এ ব্যপারে যাকাতদাতাদের দৃষ্টি আকর্ষন করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।