আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি, হিফাযতি , কোয়ান্টাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম এ যাকাত দিলে যাকাত আদায় হবে কি ????

যাকাত একটি ফরয ইবাদত । ইসলাম এর ৫ টি স্তম্ভের অন্যতম ।আল্লাহ পাক সুরা তওবার ৬০ নং আয়াতে বলেন " যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় " এই যে ৮ খাত বলা হয়েছে তার মুল হল ঈমান ঠিক থাকতে হইবে , আমল ঠিক থাকতে হইবে । আল্লাহ পাক সুরা মায়ীদা এর ২ নং আয়াতে বলেন "সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা"। যাকাতের টাকা নিয়ে কেউ যদি ইসলাম ধ্বংসের কাজ করে তাকে কি যাকাত দেওয়া যাবে কিম্বা যারা এই টাকা আত্বসাত করে তাদের দেওয়া যাবে কি ? তাহলে ঈমান, ইসলাম ধ্বংস্কারী ও যাকাতের টাকা লুটপাটকারী জামাতি, হিফাযতি , কোয়ান্টাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম এ যাকাতের টাকা দিলে তা কি আদায় হইবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।