'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
ক্যাচাল ছাড়া ব্লগ! ভাবাই যায় না! ব্লগ যতদিন থাকবে ক্যাচালও থাকবে ততদিন। কিন্তু ক্যাচালের চিপায় পড়ে আপনার মডারেশন স্ট্যাটাসটি হয়তো সেফ থাকবে না। একবার জেনারেল হলেই তো বিপদ! তাই ব্যাপক গোবেষনা করা মডারেশন স্ট্যাটাস নিরাপদ রাখার উপায় বের করলাম।
**যেহেতু রোজা রমজানের দিন তাই সেফ থাকার মারফতি উপায়ের দিকেই একটু বেশি গুরত্ব দেওয়া হয়েছে।
***** মডারেশনীয় বালা মুসিবত থেকে বাচার ব্যাবস্থাকে আমরা প্রথমেই তিন ভাগে ভাগ করবো।
১। জেনারেল পুর্ব ব্যাবস্থা।
২। জেনারেল কালীন ব্যাবস্থা। এবং
৩।
জেনারেল পরবর্তি ব্যাবস্থা।
(ব্যান ও ওয়াচ আপাতত বাদ দিলাম)
জেনারেল পুর্ব ব্যাবস্থাঃ
১। পিসির সামনে বসার আগে ওযু করে নিন।
২। আদবের সহিত ক্যাবলামুখি হয়ে বসুন।
৩। গায়ে মিষ্টি গন্ধের আতর মাখিয়ে নিতে পারেন।
৪। বিসমিল্লাহ বলে পিসি ওপেন করুন।
৫।
আপনি বিবাহিত হয়ে থাকলে বিবির সহিত কথা বলা হইতে বিরত থাকুন।
৬। গোসল ফরজ হওয়ার পর কখোনই ব্লগাইতে বসবেন না।
৭। সামহোয়য়ার অপেন করার আগে অন্যান্ন উলটা পালটা ট্যাব বন্ধ করে দিন।
৮। আস্তে আস্তে কমেন্ট করা শুরু করুণ।
৯। দুটি কমেন্টের মাঝখানে একবার "অস্তাগফিরুল্লাহ" পড়ুন। এটা পড়লে পাপ কাটা যায়।
১০। কমেন্ট করার ক্ষেত্রে যথেস্ট সাবধানতা অবলম্বন করুন।
১১। কাউকে গালি দিতে চাইলে এমনভাবে দিন যাতে গালি শিল্পে পরিণত হয়ে যায়।
যেমন, কাউকে বলতে চাচ্ছেন "তুমি একটা স্টুপিড", তাকে বলুন, "মুহতারিম, আপনাকে আমি স্টুপিড উপাদিতে ভুষিত করিয়া ফেলিলাম।
"
অথবা "*ল ফালানি পোস্ট" এই কমেন্টের বদলে দিতে পারেন "চুল কাটা পোস্ট"।
১২। পোস্ট দিতেও সাবধানতা অবলম্বন করুণ। যেমন "ব্লগ ভরে গেছে হরিদাস পালে" শিরোনামের পোস্ট লিখুন" "ব্লগের সুবিশাল উদ্যান আজ সম্মানিত হরিদাস পালদের পদচারণে ভরিয়া গিয়াছে" এই শিরোনামে।
১৩।
মাঝে মাঝে অন্য নিক থেকে পোস্ট দিন "মডারেশনরে গুল্লি মারি"। সেখানে মুল নিক থেকে কমেন্ট করুন, "মডারেশনের গুল্লি মারি না; পারফিউম মারি" । তারপর মডুদের সমালোচনা করার জন্য ঐ নিকের ব্যান চেয়ে প্রথম পাতায় পোস্ট দিন। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন আই পি ব্যাবহার করতে হবে।
১৪।
সর্বদা সুশিল ভাব মেরে চলুন। ব্লগে কোন ক্যাচাল লাগলে আপনি পোস্ট দিন, "আসুন সুস্থ ব্লগিং করি। " তারপর অন্য নিক দিয়ে ক্যাচালে যোগ দিতে পারেন।
১৫। মাঝে মাঝে মডুদের প্রশংসা করে পোস্ট দিন।
শিরোনাম হতে পারে রকম- "স্বপ্নে দেখেছি মডুকে"।
জেনারেল থাকা কালীন ব্যাবস্থাঃ
এই অবস্থা হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা। এ অবস্থায় এসে আপনাকে প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে। কারণ একবার জেনারেল হয়ে মাসের পর মাস জেনারেল থাকার রেকর্ডও আছে। এরকম অবস্থায় যা করবেনঃ
১।
প্রথমেই একবার "ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহিরাজিউন" পড়ুন।
২। তারপর বাড়ির মুরব্বিদের কাছ থেকে এক দফা দোয়া নিন।
৩। দুটি কমেন্টের মাঝখানে একবার পড়ুন, "লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ যুয়ালিমিন"।
এই দুয়া পড়ে ইউনুস নবি মাছের পেট থেকে বের হয়েছেন, আর এইটা তো মামুলি!
৪। ক্যাচালিয় পোস্টে কমেন্টানোর দরকার নেই, জাস্ট "ইমো" দিয়ে চলে আসুন।
৫। সেফ করতে বেশি দেরী হলে অন্য নিক ও আইপি ব্যাবহার করে পোস্ট দিন "অমুককে সেফ করুন"
৬। ঐ পোস্টে গিয়ে জেনারেল হওয়া নিক থেকে কমেন্ট করুন " থাক ভাই, কি দরকার! মডুরা যেটা ভালো মনে করেন সেটাই করেছেন।
"
৭। মডারেশন প্যানেলের সাথে জড়িতদের ব্লগে গিয়ে জাঝা সহ প্লাস দিয়ে কমেন্ট করে আসুন। প্রয়োজনে ২ বছর আগের পোস্টকেও স্টিকি করার আবেদন করে বসতে পারেন।
৮। মনে রাখবেন- "এই সময় ভারি কাজ না করাই ভালো।
"
জেনারেল পরবর্তি ব্যাবস্থাঃ
১। সেফ হওয়া মাত্রই দুই রাকাত নফল নামাজ পড়ুন।
২। নামাজ পড়ে মডুদের জন্য খাশ দিলে দুয়া করুন।
৩।
ভবিষ্যতে জেনারেল হওয়ার থেকে বাচার জন্য আল্লাহর দরবারে ফানা চান।
৪। ভুলেও এই পোস্টের মতো কোন পোস্ট দিবেন না।
৫। একটা পোস্ট দিন এই রকম, "মডুরা জেনারেল করে আমার চোখ খুলে দিয়েছেন।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাদেরকে সীমাহীন ধন্যবাদ"।
৬। সবচেয়ে বড় কথা এই পোস্টের মতো পোস্টে ব্যাপক মাইনাস দিন। এতে করে মডুদের সুনজরে আসবেন।
আজ আর বিশেষ কি! বিদায়! বিদায়! বিদায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।