আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দুস্থানী দালাল মন্ত্রী কয় কিঃ ভারতের সাথে বন্ধুত্ব নিয়ে প্রশ্নকারীরা স্বাধীনতা বিরোধী: নৌ মন্ত্রী

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

আবু হেনা তাসমেরী : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের অস্ত্র, খাদ্য, বস্ত্র এবং আশ্রয় দিয়ে সাহায্য করেছে। তাই ভারত আমাদের পরম বন্ধু রাষ্ট্র। যারা এ বন্ধুত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে তারাই স্বাধীনতা বিরোধী। আজ দুপুর ২টায় খুলনা মহানগরীর কেন্দ্রীয় আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রী কৃষ্ণের জš§াষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি গোপী কিষাণ মুন্ধ্ররা। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, কেসিসির প্যানেল মেয়র আজমল আহমদ তপন প্রমুখ। হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা সম্প্রদায়গতভাবে সংখ্যালঘু এ কথা সত্য, কিন্তু জাতিগতভাবে আপনারা সংখ্যাগুরু। সংখ্যালঘু হচ্ছে রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী গুটিকতোক লোক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করবে উল্লে­খ করে তিনি যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদরের বিচার করে বাংলাকে পাপমুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এছাড়া মন্ত্রী জš§াষ্টমীর এ শুভদিনে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অসাম্প্রদায়িক সকলের প্রতি আহবান জানান। সূত্র: শীর্ষ নিউজ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।