আমাদের কথা খুঁজে নিন

   

হাঃহাঃহাঃহাঃহাঃহাঃহাঃ

কি আর লিখব..............................

এক কচ্ছপ গেছে স্টেশনমাস্টারের কাছে। ‘আচ্ছা, সিলেট যাওয়ার ট্রেনটা আসবে কখন?’ ‘সে তো আরও দুই ঘণ্টা দেরি। ’ জানালেন স্টেশনমাস্টার। আচ্ছা, চট্টগ্রাম থেকে ফিরবে যে ট্রেনটা, সেটা আসবে কখন? ‘তিন ঘণ্টার আগে নয়। ’ স্টেশনমাস্টারের ত্বরিত জবাব।

সব শুনে কচ্ছপ কী বুঝল কে জানে, গুটি গুটি পায়ে প্লাটফর্মের নিচে রেললাইনের দিকে এগোল। দেখে একটু মনখারাপই হলো স্টেশনমাস্টারের। পেছন থেকে হেঁকে ডাকলেন কচ্ছপকে—কিহে, কোথাও যেতে চাইছিলে? টিকিট লাগবে? ‘কোথাও যাচ্ছি না। আমি শুধু নিশ্চিত হতে চাইছিলাম আমি রেললাইনটা পার হওয়ার আগেই আবার হুড়মুড়িয়ে কোনো ট্রেন এসে পড়ে কি না। ’ জবাব দিল কচ্ছপ।

(সংগৃহীত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।