আমাদের কথা খুঁজে নিন

   

আকাশি নীলে...

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
একমুঠো রোদ যদি ধরা যেত, হয়তোবা ভালবাসা পূর্নতা পেত। পূর্নিমাসির চাঁদ যদি তোমার কপাল ছোঁত, তবে বিলাসি তোমার মনে সত্য সঙ্খলন হত। কিন্তু হায়..! আকাশি নীলের বিশালতায় খুঁজেছি কত তোমার উচ্ছাকাঙ্খি সত্তা, কোথাও তো সে সত্তার ঠাঁই হয় নাই। তবে কেন..? প্রাচুর্যময়তায় সপ্ন দেখো সুখের বাসর সাজাবার। এক মূহুর্ত কি ভেবেছো..? অহংকারের ধুলো বইতে পারবে কি, তোমার সংঙ্খ শরির। জানি একদিন সপ্ন জাগরন হবে তোমার সত্তায়, এসো সেদিন প্রিয়- আমি আর মাটির ঘর, আছি! থাকবো তোমার প্রতক্ষায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।