অতিশয় ভদ্র আর থান্ডা মেজাজের ব্লগার ছিলেন তিনি। ৩ টা বছর ব্লগিং করে গেলেন নির্দিধায়। পুরান ব্লগার হিসেবে ডাট ফাট ছিলনা একদমই। সহজেই বন্ধুত্ব হয়ে গেল বৈদেশে থাকা এই বড় ভাইয়ের সাথে। খুবই নিয়মিত থাকা এই বড় ভাই এখন আর ব্লগে নিয়মিত না।
অমাবশ্যার চাঁদের মত হয়ে গেলেন। ওনাকে যদি বলি যে বস আপনাকে খুব মিস্করতেসি বারবার একই দোহাই দিয়ে চলছেন। অনেক ব্যস্ততার মধ্যে আছেন। এইসব কিন্তু মাইন্যা লমুনা একদম
গল্প আর নানা রকম পোস্ট দিয়ে ভালই জমিয়ে রাখতেন সামু।
ওনার বিনিময়- অনুগল্প এই প্রেমিক যুবকের মনে ঢাক্কা দিয়েছিল অনেক দিন আগে।
ধাক্কার চোটে পোস্টখান সে প্রিয়তেও নিয়েছিল।
ব্লগার্স মেন্টাল হস্পিটাল পর্বগুলিতো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখনও বিভিন্ন ব্লগারকে আরো পর্বের জন্য অনুরোধ করতে দেখা যায়।
শুভ জন্মদিন প্রিয় এরশাদ বাদশা ভাই।
আপ্নেরে সত্যিই বহুত মিস করি রে ভাই।
সামুতে প্রমিনেন্ট ব্লগারের বড়ই অভাব। ব্যস্ততা কন আর যাই কন। খুব ভাল মত নিয়মিত হবেন আজকের দিনে এটাই কামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।