কেন আমি পাগল হয়ে যাই না?
রাজনীতি নামের এই শয়তানী খেলার বলি আর কত সহ্য করব?
আর কত????
এখন সত্যি ইচ্ছা হয় রাজনীতিবিদ, সব শালাদের ব্রাশফায়ার করে মারতে ।
আমার সত্যি এখন এই সব নৃশংস ঘটনা সহ্য করতে কষ্ট হয় । মাথায় অসহ্য যন্ত্রনা হয় । রাতের পর রাত ঘুমাতে পারি না । আহত হৃদয়ে আঘাতের সংখ্যা বাড়ে ।
কারণ, আমি সেই হতভাগা যার আদরের ছোট ভাই কে শব এ বরাতের রাতে সাভার আমিন বাজারে কিছু শয়তান ড্রাগ ডিলার পিচাশের হাতে খুন হতে দেখেছি ।
দেখেছি বিরিয়ারীর খোঁজে যাওয়া আমার ছোট ভাইটি তার বন্ধুদের সাথে গিয়ে কিভাবে ড্রাগ ডিলারের হাতে পড়ে নৃশংস ভাবে মারা যায় । পরিচয় পাওয়া সত্বেও পুলিশের উপরের লেভেলের লোক (!) হুকুম দেয় ওদের এমনভাবে হত্যা করতে যেন এটা ডাকাতি মামলা বলে প্রমান করানো যায় ।
ওদের অসহায় কাকুতি মিনতি গলাতে পারেনি পুলিশ কি সরকারের মন ।
আমি দেখেছি কিভাবে মিডিয়া তাদের কে কখনও মাদকসেবনকারী, কখনও ডাকাত আর এই ভয়ংকর হত্যাকান্ড কে কিভাবে গনপিটুনি বলে প্রচার করেছে ।
দেখেছি সরকার কিভাবে তার অক্ষমতা ঢাকতে নীরব থেকেছে । কিভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় খবরের কাগজ প্রথম আলো এই ঘটনা কে ডাকাতি বলে চালানোর জন্য সিরিজ রির্পোট করেছে। সেই সব ড্রাগ ডিলারদের বাচাঁতে সরকার গনপিটুনি বলে প্রমান করার চেস্টা এখন ও চালিয়ে যাচ্ছে । কারণ, ওই এলাকার মাদক ব্যবসায়ীদের চাঁদায় সরকার চলে । তাই আজ পর্যন্ত তাদের সেই হত্যাকারীদের কোন বিচার হয়নি ।
ধরা পরলেও, বিভিন্ন মন্তীব্যক্তিদের সুপারিশে তারা বেড়িয়ে এসেছে।
আমি বা আমার ছোট ভাই আমরা কেউই জানি না , জানতাম না কাকে বলে রাজনীতি কাকে বলে ?? আর কেমন ই বা তাদের নেতা ব্যক্তি, কেমনই বা তাদের চাল??
কিন্তু তার পরও আমার নিরীহ আদরের ভাইটিকে বলি হতে হল,এতটাই বিভৎস করা হল তার দেহ ,যে সাহস হয়নি তাকে ওই অবস্থায় দেখার ।
সেই থেকে জান্তব কষ্ট বুকে নিয়ে ফিরছি ।
তার পর থেকে আর আমি হরর মুভি দেখি না, টিভিতে নিউজ দেখি না, কোন নৃশংসতা সহ্য করতে পারি না । যদি বা চোখে পরে যায় তো মনে পরে যায় কতটা কষ্ট পেয়ে আমার ভাইটাকে ২ ঘন্টা ঘরে এক পৈচাশিক তান্ডবে তাদের খুন করা হয় ।
না জানি কত কাকুতি মিনতি করেছিল আমার ভাইটি প্রান রক্ষার জন্য !!!!!
ভাবতে পারি না । কিছুতেই ভুলতে পারি না । এই কষ্ট ভোলার নয়।
তার পর থেকে চড় কাকড়ার গনপিটুনিতে নিহত হওয়া নির্দোষ মিলন, কি তাজরিন গার্মেন্টস এ পুড়ে মরা সেই হত ভাগ্যদের দল কিংবা গতকালকের এই বিশ্বজিৎ ,মনে হয় এরা আর কেউ নয়- এরা আমারই ভাই, আমার আদরের ভাই টিপু সুলতান, সেই রাজপুত্রের মত ছেলেটি ,যার সাথে জীবনের ১৫ টি বছর কটিয়ে একসাথে বড় হয়েছি । যে কিনা তার জন্মদিনের ২দিন আগে নিহত হয়েছে ।
যাকে সারপ্রাইজ দিতে যাওয়া লুকানো গিফট আমার আর দেওয়া হয়নি । ২০১১ সাল থেকে যার জন্মদিন আমরা পালন করে আসছি চোখের জলে ।
মনে হয় এই বলির স্বীকার হওয়া, নিরীহ মানুষগুলো আমার আপনজন । যেন বারবার বিনা অপরাধে আমারই ভাই প্রান দিচ্ছে । পুরাতন কষ্টগুলো যেন নতুন করে জেগে উঠছে ।
ঘেন্না করি এই সমাজ , এই সরকার ,এই রাষ্ট আর এই রাজনীতি ।
যে আমার ভাইদের এমন ভয়ংকরভাবে বলি দিয়ে যাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।